ঢাকা, সোমবার, নভেম্বর ১০, ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২
Logo
logo

হ্যারি কেইনের সোনালি হেডে বায়ার্ন মিউনিখকে ড্র করালো! বার্লিনের সঙ্গে উত্তেজনাপূর্ণ ম্যাচ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

হ্যারি কেইনের সোনালি হেডে বায়ার্ন মিউনিখকে ড্র করালো! বার্লিনের সঙ্গে উত্তেজনাপূর্ণ ম্যাচ

বায়ার্ন মিউনিখের প্রচেষ্টা এবারও ফলপ্রসূ হলো না। ইউনিয়ন বার্লিনের শক্ত রক্ষণভাগ ভাঙতে পারল না বাভারিয়ানরা। ফলে শেষ পর্যন্ত ম্যাচে ড্রতে সন্তুষ্ট থাকতে হলো। ইনজুরি টাইমে হ্যারি কেইনের হেড গোলে বায়ার্ন মিউনিখের হার এড়িয়ে মাঠ ছাড়ল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিক দল বার্লিন। ২৭ মিনিটে কর্নার থেকে আসা বল দানিলহো নেন এবং গোলকিপার মানুয়েল নয়্যারের হাত ফসকে বল জালে যায়। বিরতির আগে সমতায় ফেরে বায়ার্ন। ৩৮ মিনিটে দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করেন লুইস দিয়াস, যা ম্যাচকে আবার সমতায় ফিরিয়ে আনে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় বায়ার্ন, একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাননি তারা।

৮৩ মিনিটে দানিলহোর গোলে বার্লিন আবারও এগিয়ে যায়, কিন্তু ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হ্যারি কেইনের হেড গোল বায়ার্নকে ড্র এনে দেয়।

ফলে, ২–২ গোলে ড্র হয় বায়ার্ন মিউনিখ এবং ইউনিয়ন বার্লিনের মধ্যে। বুন্দেসলিগায় ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে রয়েছে বার্লিন।