ঢাকা, সোমবার, নভেম্বর ১০, ২০২৫ | ২৬ কার্তিক ১৪৩২
Logo
logo

ক্তরাষ্ট্রে ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি অচলাবস্থার অবসান! সিনেটে চুক্তি, ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৫, ১১:১১ এএম

ক্তরাষ্ট্রে ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি অচলাবস্থার অবসান! সিনেটে চুক্তি, ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা

যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান হতে চলেছে। দেশটির সিনেটররা একটি তহবিল প্যাকেজে সম্মত হয়ে এই অচলাবস্থা কাটিয়ে উঠতে এগিয়ে এসেছেন।

রোববার (৯ নভেম্বর) একটি পদ্ধতিগত ভোটে প্রায় আটজন ডেমোক্র্যাট তাদের নিজ দলের অবস্থান থেকে সরে এসে রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছেন। এই ভোটের ফলেই ৩০ জানুয়ারি পর্যন্ত সরকার পুনরায় চালু রাখার পথ তৈরি হয়েছে।

এই দ্বিদলীয় চুক্তি অনুযায়ী, আগামী বছরের জন্য খাদ্য সহায়তা এবং আইনসভাসহ সরকারের কিছু গুরুত্বপূর্ণ অংশের তহবিল সরবরাহ করা হবে।

তবে এই চুক্তিতে একটি বড় শূন্যতা রয়ে গেছে। এতে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় থাকা স্বাস্থ্যসেবা ভর্তুকির মেয়াদ বাড়ানোর কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এর বদলে ডিসেম্বর মাসের মধ্যে এই বিষয়ে আলাদাভাবে ভোট নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই স্বাস্থ্য ভর্তুকিগুলো ডেমোক্র্যাটদের অন্যতম প্রধান দাবি ছিল।

সিনেটে এই বিল অনুমোদিত হওয়ার পর এখন এটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর পেলে তা আইনে পরিণত হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।