এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিমা দেশগুলো একসময় বাধ্য হবে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পের বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে স্বীকার করতে।
সোমবার (১০ নভেম্বর) ইরানের পারমাণবিক শক্তি সংস্থায় সফরকালে তিনি বলেন, “আজ ইরানের পারমাণবিক শিল্প শুধু ইউরেনিয়াম সমৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন এক বিশাল খাতে পরিণত হয়েছে, যা চিকিৎসা, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি ও শিল্পখাতে বিশাল ভূমিকা রাখছে।
আরাকচি আরও বলেন, “পারমাণবিক প্রযুক্তি এখন নানা খাতে উন্নয়নের গতি বাড়াচ্ছে। এই জ্ঞান ও প্রযুক্তি ইরানের বিজ্ঞান অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে, একই সঙ্গে দেশের অর্থনীতি ও মানুষের জীবনমানেও ইতিবাচক প্রভাব ফেলছে।”
তিনি জোর দিয়ে বলেন, “পশ্চিমাদের আসল ভয় পারমাণবিক অস্ত্র নয়, বরং ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি। তারা চায় এই জটিল বৈজ্ঞানিক জ্ঞান কেবল নিজেদের হাতেই সীমাবদ্ধ রাখতে। তাই পারমাণবিক অস্ত্রকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।”
আরাকচির ভাষায়, “ইরান এখন এমন এক জটিল ও সংবেদনশীল বৈজ্ঞানিক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, যা স্বাস্থ্য, কৃষি, শিল্প ও পরিবেশ—সবখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশ্চিমারা এই সাফল্য মেনে নিতে পারছে না। তাদের আসল লক্ষ্য ইরানকে এই সক্ষমতা থেকে বিরত রাখা।”
তিনি আরও বলেন, “এই প্রযুক্তি অত্যন্ত উন্নত ও জটিল। এটি ইরানি বিজ্ঞানীদের এক ঐতিহাসিক বৈজ্ঞানিক সাফল্য, যা কোনোভাবেই উপেক্ষা করা যায় না।”
এদিকে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেন, “আমেরিকারা হুমকি দিয়ে ইরানের অগ্রগতি থামাতে চায়। কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সেই হুমকি দূর করব, যেন ইরানের অগ্রগতির পথে কোনো বাধা না আসে।”
তিনি আরও যোগ করেন, “আমরা আমাদের উন্নয়নের পথ অবাধ রাখব। কেউ যেন ইরানের বৈজ্ঞানিক অগ্রযাত্রায় বিঘ্ন ঘটাতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।”