এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল আসন্ন আসরে বড় পরিবর্তন আসছে। আগের মতো প্লেয়ার্স ড্রাফট নয়, এবার আবারও ফিরছে নিলাম পদ্ধতি। তবে নির্ধারিত সময়ের কিছুটা পরিবর্তন হয়েছে—আগামী ২৩ নভেম্বর, রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে বসবে বহুল প্রতীক্ষিত এই নিলাম। এর আগে ১৭ নভেম্বর অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
এবারের নিলামকে ঘিরে শুরু হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা চক্র। আন্তর্জাতিক ক্রিকেট লিগগুলোর মতোই বিপিএলকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে চালু করা হচ্ছে একটি স্বচ্ছ বিডিং প্রক্রিয়া। এতে অংশ নেবেন ফ্র্যাঞ্চাইজি মালিক, কোচ, কর্মকর্তা ও শীর্ষ ক্রিকেট ব্যক্তিত্বরা—জানিয়েছে ডেইলি ক্রিকেট।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামের নিয়মও পরিষ্কারভাবে নির্ধারিত হয়েছে।
প্রতিটি দলকে নিলামের মাধ্যমে কমপক্ষে ১১ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। এছাড়া নিলামের আগে ‘এ’ বা ‘বি’ ক্যাটাগরি থেকে সর্বোচ্চ দুই জন খেলোয়াড়কে সরাসরি চুক্তিবদ্ধ করা যাবে।
একটি দলে মোট স্থানীয় খেলোয়াড় থাকতে হবে ন্যূনতম ১৩ জন এবং সর্বোচ্চ ১৫ জন। দেশি খেলোয়াড়দের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪ কোটি টাকা, তবে এই বাজেটে সরাসরি চুক্তিবদ্ধ দুই খেলোয়াড়ের খরচ অন্তর্ভুক্ত থাকবে না।
বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রেও থাকছে বিশেষ নিয়ম। প্রতিটি দল নিলামের আগে সর্বোচ্চ দুই বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তি করতে পারবে, এবং নিলামের মাধ্যমে কমপক্ষে দুইজন বিদেশি খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক।
বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন এবং ক্রয় প্রক্রিয়া টুর্নামেন্ট জুড়ে খোলা ও সীমাহীন থাকবে, তবে এর জন্য গভর্নিং কাউন্সিলের অনুমোদন লাগবে। প্রতিটি দলে ২ থেকে ৪ জন বিদেশি খেলোয়াড় রাখা বাধ্যতামূলক, আর তাদের জন্য নির্ধারিত বাজেট সাড়ে ৩ লাখ মার্কিন ডলার, যেখানে সরাসরি চুক্তির দুই খেলোয়াড়ের ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।
সব মিলিয়ে বিপিএলের এবারের নিলাম নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। নতুন মালিকানা, নতুন নিয়ম, আর কোটি টাকার বাজেট—সব মিলিয়ে আসন্ন মৌসুমের বিপিএল হতে যাচ্ছে আরও জমজমাট।