এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সবেমাত্র বয়স ২৮ বছর পূর্ণ করলেন। আর এই বয়সেই তিনি পরিচালক হিসেবে বলিউডে নিজের নাম লিখিয়েছেন। তাঁর প্রথম পরিচালিত ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অব বলিউড' নিয়ে এখন টাউন-টALK। পর্দার পিছনে যেমন সফল, তেমনই অভিনয়ের প্রতিও তাঁর ঝোঁক রয়েছে বলে জানা গেছে। তবে শুধু সৃজনশীল নয়, ব্যবসায়িক দিক থেকেও কিন্তু বেশ সচেতন আরিয়ান। তাঁর বয়স যখন ২৮, তখনই তাঁর সম্পদের পরিমাণ জানা গেছে যা সত্যিই অবাক করার মতো।
বাদশাহর ছেলে হওয়ার কারণে তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটিজেনদের কটাক্ষও শুনতে হয়েছে। কিন্তু তাঁর ভক্ত ও অনুরোধীরা দাবি করছেন, প্রথম কাজ দিয়েই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন আরিয়ান।
আরিয়ান খানের জন্ম ১৯৯৭ সালের ১২ নভেম্বর। তিনি মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। খবর অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের পর এবার তিনি বড় পর্দার সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন।
বলিউডে কাজের পাশাপাশি নানা ব্যবসায় বিনিয়োগ রয়েছে আরিয়ানের। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৩০ লাখেরও বেশি, যেখান থেকে তিনি আয়ও করেন। ২০২৩ সালে বাবা শাহরুখ খানের সঙ্গে মিলে একটি ফ্যাশন ব্র্যান্ড চালু করেন তিনি। সেখানে একটি জ্যাকেটের দাম দুই লাখ টাকা, একটি টি-শার্ট ২৪ হাজার টাকা এবং একটি হুডি ৪৫ হাজার টাকায় বিক্রি হয়। সম্প্রতি এই ব্র্যান্ডের আওতায় তিনি হাই-এন্ড ওয়াইনও বাজারে এনেছেন, যার প্রচার চালিয়েছেন তাঁর নিজের সিরিজ 'দ্য ব্যাডস অব বলিউড'-এর মাধ্যমে।
২৮ বছর বয়সে এসে আরিয়ানের গ্যারেজে রয়েছে অডি, মার্সিডিজ-বেঞ্জ এবং বিএমডব্লিউ-এর মতো দামি গাড়ি। এছাড়াও দিল্লির একটি বিলাসবহুল এলাকায় তাঁর রয়েছে ৩৭ কোটি টাকার একটি বাড়ি। বর্তমানে এই শাহরুখপুত্রের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি টাকা।