এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাতে শুরু হয়েছে ফিফা প্রীতি ম্যাচ—বাংলাদেশ বনাম নেপাল। তবে ম্যাচের শুরুতেই হতাশ করেছে লাল-সবুজরা। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
ম্যাচের ২৯তম মিনিটে নেপালের রোহিত চাঁদ নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন। আচমকা আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগে বিশৃঙ্খলা তৈরি হয়, আর সেখান থেকেই গোলের সুযোগ পেয়ে যায় নেপাল। ফলে বিরতিতে যাওয়ার আগেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
বাংলাদেশের আক্রমণভাগে এদিন তেমন কোনো ধার দেখা যায়নি। হাভিয়ের কাবরেরার শিষ্যরা বল দখলে রাখলেও গোলের স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেননি। ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম কয়েকটি সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হন।
অন্যদিকে, নেপাল সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। তাদের আক্রমণ ছিল গুছানো, সুনির্দিষ্ট—ফলও মিলেছে দ্রুত।
এই ম্যাচকে বাংলাদেশ দেখছে ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে। আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠেই ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। কিন্তু তার আগে এমন সূচনা কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের জন্য।
গত পাঁচ বছরে ছয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। সেই ছয় ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একবার, ২০২০ সালে। এরপরের পাঁচ ম্যাচে তিনটি ড্র আর দুটি নেপালের জয়।
এবার হামজা চৌধুরী ও সুমিতদের নিয়ে নতুনভাবে মাঠে নেমেছে লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে তারা কি ঘুরে দাঁড়াতে পারবে—এখন সেটাই দেখার অপেক্ষা!