এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি জানিয়েছেন, তিনি প্রতিদিন রাতে মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমান। বৃহস্পতিবার আইনসভা কমিটিতে উপস্থিত থেকে তিনি নিজের এই অভ্যাসের কথা খোলাখুলি জানান।
সম্প্রতি তিনি সমালোচনার মুখে পড়েন, কারণ গত সপ্তাহে সংসদীয় অধিবেশনের প্রস্তুতির জন্য তাকাইচি তার অফিসে ভোর ৩টায় কর্মী সভার আয়োজন করেছিলেন। জাপানের কঠোর ও দীর্ঘ কর্মঘণ্টা সংস্কৃতির মধ্যে এমন সময়সূচি দেশটিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জাপানের অতিরিক্ত কাজের সংস্কৃতি নিয়ে প্রশ্ন করা হলে তাকাইচি হেসে বলেন,
“আমি এখন প্রায় দুই ঘণ্টা ঘুমাই, আর সবচেয়ে বেশি হলে চার ঘণ্টা। আমার মনে হয় এটা আমার ত্বকের জন্য ভালো নয়।”
জাপান দীর্ঘদিন ধরে কাজের ভারসাম্য রক্ষা করতে হিমশিম খাচ্ছে। দেশটিতে অনেক কর্মী অতিরিক্ত চাপ ও দীর্ঘ সময় কাজের কারণে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। এমনকি অতিরিক্ত কাজের ফলে মৃত্যুর জন্য জাপানে একটি বিশেষ শব্দও রয়েছে—‘কারোশি’, যার অর্থ ‘ওভারওয়ার্কে মৃত্যু’।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ওভারটাইম কাজের সর্বোচ্চ সীমা বৃদ্ধির বিষয়ে সরকার যে আলোচনা করছে, সে সম্পর্কেও তাকাইচিকে প্রশ্ন করা হয়।
তিনি ব্যাখ্যা দিয়ে বলেন,
“শ্রমিক ও নিয়োগকর্তাদের প্রয়োজন এক নয়। কেউ জীবিকা নির্বাহের জন্য দুটি চাকরি করেন, আবার কেউ চায় কঠোর ওভারটাইম সীমা। তবে আমরা নিশ্চিত করব, যেকোনো পরিবর্তন যেন শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষা করে।”
তাকাইচি আরও বলেন,
“আমরা যদি এমন পরিবেশ তৈরি করতে পারি, যেখানে মানুষ তাদের সন্তান লালন-পালন, কাজ, অবসর ও ব্যক্তিগত সময়ের মধ্যে ভারসাম্য রাখতে পারে—তাহলে সেটিই হবে আদর্শ।”
উল্লেখযোগ্যভাবে, গত মাসেই জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সানা তাকাইচি। তাঁর কঠোর পরিশ্রম, অল্প ঘুম আর দৃঢ় মনোভাব এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে।