এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

সত্তর বছরের ইতিহাসে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার করে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছে চীন। দেশটির লিয়াওনিং প্রদেশের দাদংগৌ স্বর্ণ খনিতে মোট স্বর্ণের পরিমাণ প্রায় ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন বলে জানিয়েছে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।
গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই খনিটি ইতিমধ্যেই অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। এর ফলে এই খনিটি উন্নয়নের পথে আর কোনো বাধা নেই। খনিটিকে একটি অত্যন্ত বড় ওপেন-পিট খনি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
এই খনির ৭২০ মিটার (প্রায় ২,৩৬২ ফুট) উচ্চতার উপরের অংশে আনুমানিক ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন খনিজ পদার্থ রয়েছে। এতে প্রতি টন খনিজে গড়ে স্বর্ণের পরিমাণ রয়েছে ০ দশমিক ৫৬ গ্রাম। এই বিশাল মজুত চীনের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।
আশ্চর্যজনকভাবে, এই বিশাল স্বর্ণ খনিটি আবিষ্কার করার প্রক্রিয়া মাত্র ১৫ মাসে সম্পন্ন হয়েছে। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, এত দ্রুত সময়ের মধ্যে এমন বড় খনি আবিষ্কারের ঘটনা ভবিষ্যতে 'ছোট চক্র, উচ্চমানের' খনিজ অনুসন্ধানের জন্য একটি নতুন এবং কার্যকর মডেল হতে পারে।