এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

বিহার নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর ভোটের ফলাফলকে 'বিস্ময়কর' বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। যদিও তিনি সরাসরি ভোট কারচুপির অভিযোগ করেননি, তবুও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন—এমনটাই জানিয়েছে এনডিটিভি।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রাহুল গান্ধী লেখেন,
“বিহারের লাখো ভোটার, যারা মহাগঠবন্ধনকে ভোট দিয়েছেন—তাদের আন্তরিক ধন্যবাদ। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে জয়ী হতে পারিনি, যা শুরু থেকেই সুষ্ঠু ছিল না।”
তিনি আরও বলেন, “আমাদের লড়াই সংবিধান ও গণতন্ত্রের লড়াই। কংগ্রেস এবং ‘ইন্ডিয়া জোট’ এই ফল গভীরভাবে বিশ্লেষণ করবে এবং গণতন্ত্র রক্ষার লড়াই আরও জোরালো করবে।”
দুই দফায় ভোট, টার্নআউট ৬৭%
বিহার বিধানসভার মোট ২৪৩টি আসন।
প্রথম দফায় ৬ নভেম্বর ১২১ আসনে, দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ১২২ আসনে ভোট হয়।
দুই দফা মিলিয়ে ভোট পড়ে প্রায় ৬৭%।
এ নির্বাচনে মুখ্য প্রতিদ্বন্দ্বিতা ছিল—
বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ
কংগ্রেস–আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন
ফল ঘোষণায় এনডিএর ঝড়
ফলাফল অনুযায়ী, ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে এনডিএ জয়ী।
অন্যদিকে মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫টি আসন।
এনডিএর ফলাফল:
বিজেপি: ৮৯টি আসন
জেডিইউ (নীতিশ কুমার): ৮৫টি আসন
লোক জনশক্তি পার্টি (চিরাগ পাসওয়ান): ১৯টি আসন
আওয়াম মোর্চা পার্টি (জিতেন রাম মাঝি): ৫টি আসন
কংগ্রেস-আরজেডির বড় ধস
২০২০ সালের তুলনায় কংগ্রেসের ফল এবার ভয়াবহ।
২০২০: ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা → জয় ১৯
এবার: ৬১ আসনে প্রতিদ্বন্দ্বিতা → জয় মাত্র ৬
আরজেডির অবস্থাও ভালো নয়—
২০২০: ১৪৪ আসনে প্রার্থী → জয় ৭৫
এবার: ১৪৩ আসনে প্রার্থী → জয় মাত্র ২৫