ঢাকা, শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ | ১ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

বৈভবের বয়স নিয়ে সতীর্থদের র‌্যাগিং! এশিয়া কাপে ‘কে বড়’ খোঁচায় হাসির ঝড় ভাইরাল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

বৈভবের বয়স নিয়ে সতীর্থদের র‌্যাগিং! এশিয়া কাপে ‘কে বড়’ খোঁচায় হাসির ঝড় ভাইরাল

 দেখলে বিশ্বাস হয় না অনেকেরই। ব্যাট হাতে যখন ঝড় তোলে কিশোর, সেই বিস্ময় কয়েক গুণ বেড়ে যায়। বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্নও উঠেছে। এবার তার বয়স নিয়ে আওয়াজ দিলেন সতীর্থরাই।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতা খেলতে দোহায় গিয়েছে বৈভব। সেখানে ভারত এ' দলে তার দুই সতীর্থ যুধবীর সিংহ চরক ও গুরজপনীত সিংহ তার সঙ্গে বয়স নিয়ে খুনসুটি করছেন। গুরজপনীতের স্ন্যাপচ্যাটে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে যুধবীর বৈভবের পাশে দাঁড়িয়ে। যুধবীর জিজ্ঞেস করছেন, আমাদের মধ্যে দেখতে কে বড়?” ‘র‌্যাগিং’ করা হচ্ছে বুঝতে পেরে বৈভব প্রথমে চুপ করে থাকে। অল্প হেসে বলে “নো কমেন্টস।”

এরপর বৈভবের চুলে হাত বুলিয়ে যুধবীর বলেন, ‘‘এত অল্প বয়সেই জেল ব্যবহার করো!’’ বৈভব মুচকি হেসে বলে, এমন কিছুই সে করে না।
গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ১৩ বছর বয়সে অভিষেক হয় বৈভবের। শুভমন গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে সে। তারপর থেকেই প্রচারের আলোয় বৈভব। কিন্তু তখন থেকেই তার বয়স নিয়েও নানা কথা ওঠে। বলা হয়, বৈভবের বয়স আদৌ ১৩ নয়, অনেক বেশি। বৈভবের পরিবার ও কোচ এই অভিযোগ উড়িয়ে দেয়।