ঢাকা, শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ | ১ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

বাবরের সেঞ্চুরি ঝড়! শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়—এক ম্যাচ বাকি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

বাবরের সেঞ্চুরি ঝড়! শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়—এক ম্যাচ বাকি

দুর্দান্ত পারফরম করেছে পাকিস্তান ক্রিকেট দল। বিশেষ করে বাবর আজমের সেঞ্চুরি। তার ব্যাটিং কল্যাণেই শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে তারা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির বদলে এদিন পাকিস্তানের নেতৃত্বে ছিলেন সালমান আলী আঘা।

আগে ব্যাট করতে নেমে কামিল মিশারা এবং পাথুম নিসাঙ্কার ব্যাটে চড়ে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে রান এসেছে ৫১। ৩১ বলে ২৪ রান করে বিদায় নেন নিসাঙ্কা।

নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আবরার আহমেদ এবং হারিস রউফ। এছাড়া ১ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।
জবাব দিতে নেমে সাইম আইয়ুব এবং ফখর জামানের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ওপেনিং জুটিতে এসেছে ৭৭ রান। ২৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরেছেন সাইম।

এরপর তিনে নামা বাবর আজমকে সাথে নিয়ে এগিয়েছেন ফখর। সময়ের সাথে রানের গতি কিছুটা কমেছে পাকিস্তানের। তবে ফিফটি ছুঁয়েছেন ফখর। বাবরও এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। বাবর-ফখরের কার্যকরী ব্যাটিংয়ে পাকিস্তানের রানের চাকা সচল ছিল। ফখর থেমেছেন দলের ১৭৭ রানের মাথাতে। ৯৩ বলে ৭৮ রান করে বিদায় নেন পাকিস্তানের ওপেনার।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩ ইনিংস এবং ৮০৭ দিন পর সেঞ্চুরির দেখা পান বাবর। রিজওয়ানও তুলে নেন ফিফটি।