এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

ভারতের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লেখা হয়ে গেল! সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগকে পিছনে ফেলে এককভাবে ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত।
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই অসাধারণ কীর্তি গড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারার মাধ্যমেই তিনি সেহওয়াগকে পেছনে ফেলেন।
এতদিন পর্যন্ত সেহওয়াগের সাথে যৌথভাবে ৯০টি ছক্কা নিয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় ছিলেন পান্ত। কিন্তু মজার ব্যাপার হলো, এই ৯০টি ছক্কা হাঁকাতে সেহওয়াগের লাগেছিল ১৭৮টি ইনিংস। অন্যদিকে, মাত্র ৮৩টি ইনিংস খেলেই সেহওয়াগকে পেছনে ফেলেছেন পান্ত!
পান্তের এই ঝড়ো ইনিংসটি ছিল ২৪ বলে ২৭ রানের। কর্বিন বোশের বলে আউট হওয়ার আগে তিনি মহারাজকে দিয়ে লং-অনের ওপর দিয়ে আরও একটি ছক্কা মারতে সক্ষম হন। এ নিয়ে টেস্টে ভারতের জার্সিতে তার মোট ছক্কার সংখ্যা দাঁড়াল ৯২টি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় এখন সপ্তম স্থানে রয়েছেন পান্ত। বাঁহাতি এই ধ্বংসকারী ব্যাটসম্যান যেভাবে ছক্কা মারছেন, তাতে তিনি সবচেয়ে কম ইনিংসে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়তে পারেন খুব শীঘ্রই।
এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেছেন মাত্র তিনজন ক্রিকেটার। এই তালিকায় সবার আগে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট, যিনি তার ক্যারিয়ার শেষ করেছেন ১৩৭ ইনিংসে ১০০ ছক্কা নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ১৭৬ ইনিংসে ছক্কা মারেছিলেন ১০৭টি। আর এই তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, যিনি ২০৬ ইনিংসে ছক্কা মেরেছেন ১৩৬টি।