ঢাকা, রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ | ২ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

আইসিসির নতুন নারী টুর্নামেন্ট! ইমার্জিং নেশন্স ট্রফি ২০ নভেম্বর শুরু—থাইল্যান্ডে উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

আইসিসির নতুন নারী টুর্নামেন্ট! ইমার্জিং নেশন্স ট্রফি ২০ নভেম্বর শুরু—থাইল্যান্ডে উত্তেজনা

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে অভূতপূর্ব সাফল্যের পর নতুন একটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। নারী ক্রিকেটকে আরও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এমন উদ্যোগ আইসিসির।

নারী ক্রিকেটে সহযোগী দেশগুলো একটু পিছিয়ে। তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে উদ্যোগ নিয়েছে আইসিসি। সেই লক্ষ্যে প্রথমবারের মতো হতে যাচ্ছে আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফি। ২০ নভেম্বর থাইল্যান্ডে শুরু হবে এই টুর্নামেন্ট।
মূলত সবশেষ ভারতে আয়োজিত বিশ্বকাপে দারুণ সাফল্য পেয়েছে আইসিসি। তাই ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বিশ্বকাপের ঐতিহাসিক সাফল্যের প্রেরণায়, আইসিসি নারী ক্রিকেটের ভবিষ্যত গড়তে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। নারী ইমার্জিং নেশন্স ট্রফি হলো একটি তিন-স্তরের উন্নয়ন পথের অংশ, যার মাধ্যমে ক্রিকেটে উদীয়মান দেশগুলোর জন্য উচ্চ-মানের পারফরম্যান্সের সুযোগ তৈরি করা হবে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে আইসিসির আট সহযোগী সদস্য দেশ- থাইল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া, তানজানিয়া, উগান্ডা, পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাত। তাদের মধ্যে পাঁচটি দলের ওয়ানডে স্ট্যাটাস আছে, বাকি তিনটি দল টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থান থেকে এই প্রতিযোগিতায় খেলবে।

টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দল জিতবে শিরোপা।
আরও দুটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আইসিসি। সহযোগী দেশগুলো নিয়ে ২০২৭ সালে রুয়ান্ডায় হবে ৫ দল নিয়ে নারী চ্যালেঞ্জ ট্রফি। একই বছরে শুরু হবে আট দলের একটি প্রতিযোগিতা, যেখানে সহযোগী দেশগুলো খেলবে শীর্ষ দলগুলোর বিপক্ষে।