এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

বলিউড আবারও আলোচনার কেন্দ্রে—আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে একাধিক তারকার নাম উঠে এসেছে। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা। তার দাবি, দাউদের আয়োজিত মাদক পার্টিতে নিয়মিত যাতায়াত করেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি।
সম্প্রতি মুম্বই পুলিশ ও ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তর (এনসিবি) একটি তল্লাশি অভিযানে সেলিম ডোলা চক্রের হদিস পায়। দুবাইভিত্তিক এই চক্রের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় বলে তদন্ত সংস্থার দাবি। সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করে ভারতে আনা তাহেরকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বলিউডের কয়েকজন নামি তারকার সংশ্লিষ্টতার তথ্য।
জিজ্ঞাসাবাদে তাহের জানান, দাউদ ইব্রাহিম দেশের ভেতর ও বাইরে যে মাদক পার্টির আয়োজন করে থাকেন, সেখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধা কপূর, নোরা ফতেহির মতো জনপ্রিয় অভিনেত্রী। শুধু শ্রদ্ধা নয়, তার দাদা সিদ্ধার্থ কপূরও এই চক্রের সঙ্গে যুক্ত—এমনটিই দাবি তাহেরের। উল্লেখ্য, বছরখানেক আগে মাদক মামলায় সিদ্ধার্থকে গ্রেপ্তার করেছিল পুলিশ; পরে তিনি জামিনে মুক্তি পান।
তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২৫২ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় দ্রুতই শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি ও ওরিকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হতে পারে বলে জানিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
তবে শ্রদ্ধা বা নোরার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখযোগ্যভাবে, ২০১৭ সালে দাউদের বোন হাসিনা পার্কারের জীবনীচিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কপূর।