এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ মোট তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আজ। এই খবরটি নিয়েই এখন তীব্র উত্তেজনা।
এই খবরটি আজ ফলাও করে প্রচার করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে। শুধু তাই নয়, প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়েও উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ মামলা রায়ের জন্য দিন ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনা ছাড়াও মামলায় অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
🇮🇳 জয়ের মন্তব্যে শিরোনামে ভারত
এই রায়ের ঠিক আগে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, রায় যা-ই হোক, তার মাকে ভারত নিরাপদে রাখবে।
ভারতের প্রতিটি সংবাদ মাধ্যম এই খবরটিকে বেশ ভালোভাবে প্রচার করেছে। শুধু প্রচার নয়, প্রচারের ধরণও ছিল চোখে পড়ার মতো, প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে এটিকে প্রধান খবর হিসেবে রাখা হয়েছে।
সকাল সাড়ে দশটা নাগাদ দেখা যায়, এনডিটিভির শীর্ষ ৫টি খবরের ৪টিই হাসিনার রায় ঘিরেই। এদিকে দ্য হিন্দু ক্ষণে ক্ষণে সরাসরি আপডেট দিচ্ছে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে রাখা হয়েছে এই খবরকে। এবিপি লাইভের শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে এই ইস্যুকে। ওপার বাংলার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিনেও একই দৃশ্য দেখা গেছে।