ঢাকা, সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

রাওয়ালপিন্ডিতে দমে গেলো শ্রীলঙ্কা, পাকিস্তানের ঝড়ো জয়েই সম্পূর্ণ হোয়াইটওয়াশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

রাওয়ালপিন্ডিতে দমে গেলো শ্রীলঙ্কা, পাকিস্তানের ঝড়ো জয়েই সম্পূর্ণ হোয়াইটওয়াশ

টানা তিন ম্যাচ হেরে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। শেষ ম্যাচেও সহজ জয় তুলে নিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শাহিন আফ্রিদির দল।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে মাত্র ২১১ রানে অলআউট হয় কুশল মেন্ডিসের শ্রীলঙ্কা। লক্ষ্য ছিল মাত্র ২১২ রান—যা পাকিস্তান ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে সহজেই পেরিয়ে যায়।

দলের জয়ে বড় ভূমিকা রাখেন ‘ধীর গতির’ ব্যাটিংয়ের জন্য পরিচিত মোহাম্মদ রিজওয়ান। ৯২ বলে অপরাজিত ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। ১১৫ রানে চার উইকেট হারানোর পর হুসেইন তালাতকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ১০০ রানের জুটি। সেটিই দলকে জয়ের পথে নিয়ে যায়। তালাত ৫৭ বলে ৪২ রান করেন একটি বাউন্ডারিতে।
ওপেনার ফখর জামানও দুর্দান্ত ছিলেন। তার ব্যাট থেকে আসে ৪৫ বলে আট বাউন্ডারির সাহায্যে ৫৫ রান।

এর আগে শ্রীলঙ্কার ব্যাটিং ছিল ব্যর্থতার নামান্তর। পুরো ইনিংসে কোনো ব্যাটারই ফিফটি করতে পারেননি। সাদিরা সামারাবিক্রমা সর্বোচ্চ ৬৫ বলে ৪৮ রান করেন। বাকিদের ব্যর্থতায় লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে পারেনি লঙ্কানরা।

পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ৪৭ রানে নেন ৩ উইকেট। হারিস রউফ ও ফয়সাল আকরাম পান দুটি করে উইকেট।