ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ইউরোপের মাঠে ফিলিস্তিনের শক্তিশালী বার্তা! ৫০ হাজার দর্শকের সামনে ‘গণহত্যা বন্ধ কর’ চিৎকার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

ইউরোপের মাঠে ফিলিস্তিনের শক্তিশালী বার্তা! ৫০ হাজার দর্শকের সামনে ‘গণহত্যা বন্ধ কর’ চিৎকার

ফিলিস্তিন ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পায়। ফিফার সদস্যপদ পাওয়ার পর ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ফুটবল ম্যাচ খেলল দেশটি।
শনিবার স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে ফিলিস্তিন ফুটবল দল বাস্ক কান্ট্রি দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে। ম্যাচটিকে ফিলিস্তিনের ফুটবল সংশ্লিষ্টরা ‘ঐতিহাসিক’ ও ‘শক্তিশালী সংহতির প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন। গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শনের মঞ্চ হিসেবে আয়োজন করা হয় ম্যাচটি।

সান মামেস স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের আগে ফিলিস্তিনের খেলোয়াড়রা ‘গণহত্যা বন্ধ কর’ লেখা ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। মাঠে দর্শকরা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে, ব্যানার প্রদর্শন করে ম্যাচ শুরুর আগে শহরের মধ্য দিয়ে একটি শোভাযাত্রায় অংশ নেন।
স্টেডিয়ামে থাকা প্যালেস্টাইন সমর্থকরা ফিলিস্তিন ফুটবল দলের সাবেক অধিনায়ক সুলেইমান আল-ওবেইদ-এর ছবি উন্মোচন করেন। ইসরাইলি বর্বর বাহিনীর হাতে হত্যার শিকার হন আল-ওবেইদ।

নিছক কোনো ফুটবল ম্যাচ নয়, বরং ফিলিস্তিনের নৃশংসতার শিকার নাগরিকদের স্মরণ ও রাজনৈতিক সংহতির মঞ্চ হিষেবেও আয়োজন করা হয় ম্যাচটি। ম্যাচটিতে ৩-০ গোলে জেতে বাস্ক দল। অ্যাথলেটিক বিলবাও, রিয়াল সোসিয়েদাদ এবং স্পেনের অন্যান্য আঞ্চলিক ক্লাবের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দল।
মঙ্গলবার বার্সেলোনায় কাতালানুনিয়া একাদশের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন।

গত দুই বছরে স্পেনে জায়ানবাদী বাহিনীর বিরুদ্ধে কয়েকটি বৃহৎ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে বাস্ক কান্ট্রি এই আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সেপ্টেম্বরে ভুয়েল্টা সাইক্লিং ইভেন্টের সময় একটি ইসরায়েলি মালিকানাধীন দলের বিরুদ্ধে বড় প্রতিবাদ দেখা যায়।