ঢাকা, সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

পশ্চিমবঙ্গে আরও ২৬ বাংলাদেশি জেলে গ্রেপ্তার! ভারতীয় কোস্টগার্ডের অভিযান চলছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

পশ্চিমবঙ্গে আরও ২৬ বাংলাদেশি জেলে গ্রেপ্তার! ভারতীয় কোস্টগার্ডের অভিযান চলছে

আবারও পশ্চিমবঙ্গের জলসীমায় বাংলাদেশি জেলেদের গ্রেপ্তার করল ভারতীয় কোস্টগার্ড। আন্তর্জাতিক সমুদ্রসীমা পার হয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আরও ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে। তাদের মাছ ধরার ট্রলারটিও জব্দ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

রবিবার গভীররাতেই ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে তাদের আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ওই জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মাঝসমুদ্রে মাছ ধরতে গিয়ে পথ হারিয়েই ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিলেন এই বাংলাদেশি জেলেরা।

এটাই প্রথম ঘটনা নয়। এর আগে শনিবার রাতেই ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল। তাদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে। মাত্র একদিনের ব্যবধানেই আরও ২৬ জন জেলের আটক হওয়ায় এ নিয়ে মোট গ্রেপ্তার হলো ৫৫ বাংলাদেশি জেলে।

যদিও বাংলাদেশ সরকার বারবার অভিযোগ করে আসছে যে ভারতীয় জেলেরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে, কিন্তু সাম্প্রতিক এই ঘটনাগুলো দেখাচ্ছে যে বাংলাদেশি মাছ ধরার ট্রলাররাও ক্রমাগতভাবে সমুদ্রসীমা লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ছে। এই পরিস্থিতিতে উপকূলীয় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে ভারতীয় কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন।