ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর ভূমিধস: ১৮ জনের করুণ মৃত্যু, ধ্বংসস্তূপে চাপা পড়ে নিখোঁজ আরও অনেকে!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর ভূমিধস: ১৮ জনের করুণ মৃত্যু, ধ্বংসস্তূপে চাপা পড়ে নিখোঁজ আরও অনেকে!

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের দুটি অঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আজ সোমবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে। এখনো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জোরেশোরে উদ্ধার অভিযান চলছে।

সেখানকার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সিলাকাপ শহরে ভূমিধসের কারণে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি মাটি চাপা পড়ে যায়। সেখানে ৩ থেকে ৮ মিটার (প্রায় ১০ থেকে ২৫ ফুট গভীরে মানুষজন চাপা পড়ায় উদ্ধারকাজ চালানোটা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় বিভাগের প্রধান এম আবদুল্লাহ জানিয়েছেন, শুধু সিলাকাপ ভূমিধসেই এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জন নিহত এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।
নিউজ চ্যানেল কমপাসটিভির প্রচারিত ফুটেজে দেখা গেছে, সিলাকাপে গভীর মাটি খুঁড়ে উদ্ধার কাজ চালানোর জন্য খননকারী  মোতায়েন করা হয়েছে।

এদিকে, মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ। দুর্যোগ প্রশমন সংস্থা সোমবার জানিয়েছে, শনিবার সেখানে ভূমিধসের পর দুজন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। এই ধসে ৩০টিরও বেশি বাড়ি এবং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির বর্ষা মৌসুম সাধারণত সেপ্টেম্বরে শুরু হয় এবং এপ্রিল মাস পর্যন্ত চলতে পারে। এই বর্ষা মৌসুমেই দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার উচ্চ ঝুঁকি তৈরি হয়, যার ফলস্বরূপ প্রায়ই এমন ভূমিধসের ঘটনা ঘটে।