ঢাকা, বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ | ৪ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

বিপিএল শুরুর আগেই বড় ধাক্কা: কেন শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নিলেন তামিম ইকবাল?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

বিপিএল শুরুর আগেই বড় ধাক্কা: কেন শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নিলেন তামিম ইকবাল?

ডিসেম্বরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ—বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশের তারকা ওপেনার তামিম ইকবাল। নিলাম থেকে নাম প্রত্যাহারের বিষয়টি তিনি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিবি জানিয়ে দিয়েছেন।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে তামিম নিজেই নিশ্চিত করেছেন তার এই সিদ্ধান্তের কথা।

২০১২ সালে বিপিএলের যাত্রা শুরুর পর থেকে প্রতিটি আসরেই খেলেছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালকে তিনি টানা দুই আসরে শিরোপা জেতানোর নেতৃত্বও দিয়েছেন সামনে থেকে। ব্যাট হাতেও ছিলেন ধারাবাহিকভাবে উজ্জ্বল।

তবে চলতি আসরে তার না থাকার ইঙ্গিত আগেই ছিল। মূল কারণ—স্বাস্থ্যগত সমস্যা, দীর্ঘ বিরতি এবং যথাযথ প্রস্তুতির ঘাটতি। এসব বিবেচনা করেই এবার বিপিএল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৩৬ বছর বয়সী এই ওপেনার গত বছরের মার্চে একটি ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হন। সেই ঘটনার পর থেকে এখনো পেশাদার ক্রিকেটে মাঠে ফেরেননি তামিম।