ঢাকা, বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ | ৪ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

শামিকে ফেরাতে গাঙ্গুলির জোরালো দাবি! ‘ভালো পিচে খেলো, গৌতম শুনছো?’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

শামিকে ফেরাতে গাঙ্গুলির জোরালো দাবি! ‘ভালো পিচে খেলো, গৌতম শুনছো?’

অনেক সমালোচনা চলছে ভারতীয় দল নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হারের কারণে এই সমালোচনা। কেউ বলছে স্পিনস্বর্গের পিচ বানিয়ে নিজেদের পাতা ফাঁদেই পড়েছে শুভমান গিলের দল। কারও মতে ব্যাটিং ব্যর্থতাই হারের আসল কারণ। এরমধ্যেই একাদশ নিয়েই প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১২৪ রানও তাড়া করতে পারেনি ভারত। ইডেন গার্ডেনে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। ব্যাটারদের জন্য মরণফাঁদ হয়ে যাওয়া পিচের সমালোচনা করেন গাঙ্গুলী। ভালো উইকেটে খেলার পাশাপাশি একাদশে পেসার মোহাম্মদ শামিকেও ফেরানোর পক্ষে জোরাল বার্তা দিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার।

ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টস টেককে’ দেওয়া এক সাক্ষাৎকারে শামিকে দলে ফেরানোর পক্ষে যুক্তি দেন গাঙ্গুলী, ‘আমি গৌতমকে (গৌতম গম্ভীর) খুব পছন্দ করি। সে ২০১১ বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ করেছে। তবে তাকে ভারতের ভালো পিচে খেলা উচিত। তাকে বুমরাহ, সিরাজ এবং শামির প্রতি বিশ্বাস রাখতে হবে।’

গাঙ্গুলী আরও যোগ করলেন, ‘আমি মনে করি শামী এই টেস্ট দলে জায়গা পাওয়ার যোগ্য। শামী এবং স্পিনাররা মিলে টেস্ট জিততে সাহায্য করবে।’
ঘরের মাঠে ভারতীয় দলের ভালো পিচে খেলা উচিত বলছেন গাঙ্গুলী। টেস্টগুলো দ্রুত শেষ করার দিকে নজর না রেখে পাঁচ দিনে জেতার চেষ্টা করার কথা বলেন ভারতের সাবেক অধিনায়ক, ‘ভালো উইকেটে খেলো। আশা করি গৌতম গম্ভীর শুনছেন। পিচকে ম্যাচের বাইরে রাখুন। কারণ যদি ব্যাটাররা ৩৫০–৪০০ রান না করে, তাহলে টেস্ট জেতা সম্ভব নয়।’

এর আগে ইংল্যান্ডের টেস্টের প্রসঙ্গ টেনে এনে গাঙ্গুলী বলেন, ‘এই কারণেই তারা ইংল্যান্ডে জিতেছিল, কারণ ব্যাটাররা ভালো রান করেছে। তাকে ভালো উইকেটে খেলতে হবে। তার খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখতে হবে। এবং টেস্টগুলো ৫ দিনে জিততে হবে, ৩ দিনে নয়।’
দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২ নভেম্বর গুয়াহাটিতে দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।