ঢাকা, বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ | ৪ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

সিরিজ টিকিয়ে রাখতে মরিয়া উইন্ডিজ! নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডের সম্ভাব্য একাদশ ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

সিরিজ টিকিয়ে রাখতে মরিয়া উইন্ডিজ! নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডের সম্ভাব্য একাদশ ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে। প্রথম ম্যাচে হারের পর এবার পুরো শক্তি দিয়ে মাঠে নামতে চায় শাই হোপের দল। আর সেই ম্যাচে কেমন হতে পারে উইন্ডিজের প্লেয়িং ইলেভেন—তাই নিয়েই আজকের আয়োজন।

উইন্ডিজের সম্ভাব্য একাদশ – দ্বিতীয় ওয়ানডে, নিউজিল্যান্ড সফর ২০২৫

সিরিজ বাঁচাতে হলে প্রথম পাওয়ারপ্লেতেই ঝড় তুলতে হবে ওপেনার অথানাজে ও ক্যাম্পবেলকে। প্রথম ম্যাচে ব্যাট হাতে তারা ছিলেন বেশ দমে থাকা, যা রান তাড়ায় উইন্ডিজকে পিছিয়ে দেয়। এই ম্যাচে আক্রমণাত্মক মানসিকতা নিয়েই ব্যাট করতে চান তারা।

প্রথম ম্যাচে উইন্ডিজের সবচেয়ে বড় সমস্যা ছিল দুর্বল ফিল্ডিং। কয়েকটি সহজ ক্যাচ ফেলায় নিউজিল্যান্ড ১০–১৫ রান বেশি তুলতে পারে—যা শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এবার ফিল্ডিংয়ে শৃঙ্খলা আনতেই বেশি জোর দিচ্ছে হোপের দল।

মিডল অর্ডার ও অলরাউন্ডার:

কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), শেরফেইন রাদারফোর্ড, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড, ম্যাথিউ ফোর্ড

মিডল অর্ডারে প্রথম ম্যাচে দেখা গেছে ডট বলের ছড়াছড়ি—যা রান তাড়ায় বড় সমস্যা তৈরি করে। কেসি কার্টি ও অধিনায়ক শাই হোপকে এবার ম্যাচের ছন্দ শুরু থেকেই ঠিক রাখতে হবে।

শেরফেইন রাদারফোর্ডের অর্ধশতক এবং নিচের সারির ব্যাটারদের অবদান প্রশংসনীয় ছিল। উইন্ডিজ এখনো মনে করে, তাড়ার গতি ঠিক থাকলে তারা ম্যাচ জিততে পারত।

উইন্ডিজের বোলিং ইউনিট অত বেশি গতির না হলেও শৃঙ্খলা মেনে কাজ করে। নতুন বল হাতে ম্যাথিউ ফোর্ড টানা দুই উইকেট এনে দারুণ শুরু দেন। জেডেন সিলস তার দ্বিতীয় স্পেলে রান চাপে রাখতে সফল হন।

স্প্রিঙ্গারও নিজের দায়িত্ব ভালোভাবে সামলান।
তবে পাঁচ নম্বর বোলার নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে—জাস্টিন গ্রেভস ছিলেন ব্যয়বহুল, আর শেফার্ড তার পুরো ওভারও শেষ করতে পারেননি।

অপরিবর্তিত একাদশই নামাতে পারে উইন্ডিজ

সব মিলিয়ে উইন্ডিজ দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। জয় ছাড়া বিকল্প নেই—তাই আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়েই একই একাদশ নিয়ে নামতে চায় ক্যারিবীয়রা।