এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেখানে অবস্থানরত ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন—যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানানো হয়, বুধবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়—একটি সামরিক আকাশযান থেকে নামছেন নেতানিয়াহু। দক্ষিণ সিরিয়ার দখলকৃত ওই এলাকায় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাদের ভূমিকার প্রশংসা করতে করতেই তিনি আশেপাশের পরিস্থিতিও পরিদর্শন করেন।
এই ঘটনা সামনে আসতেই সিরিয়া ও জাতিসংঘ দু’পক্ষ থেকেই তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোনে ইসরায়েল সেনা মোতায়েন করে রেখেছে।
এ অঞ্চল দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু।
নেতানিয়াহুর এই আকস্মিক সফর তাই আবারও আলোচনায় এনে দিয়েছে সিরিয়ার সার্বভৌমত্ব, ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক অস্থিরতার জটিল প্রেক্ষাপটকে।