এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

যুক্তরাষ্ট্রে এক বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে অভিবাসন নীতিতে। গত ১০ মাসে প্রায় ১৬ লাখ মানুষ স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে চলে গেছেন! হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) এই চমকপ্রদ তথ্য জানিয়েছে। এছাড়াও জোরপূর্বক আরও ৫ লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে।
ডিএইচএস অবৈধ অভিবাসীদের নিজে থেকে দেশ ছাড়তে উৎসাহিত করতে লক্ষ লক্ষ ডলার ব্যয় করে বিশেষ বিজ্ঞাপন প্রচার করছে। এই অফারে বলা হচ্ছে, যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়বেন, তারা পাবেন ১,০০০ ডলার এবং একটি ফ্রি বিমানের টিকিট। যদিও এই কর্মসূচিতে মোট কত টাকা ব্যয় করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ডিএইচএস-এর জনসংযোগ বিষয়ক সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন দাবি করেন, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিতাড়নে আগের সব রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, "গত চার বছর আমরা বারবার বাধার মুখে পড়েছিলাম, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি নোয়েম আমাদের আবার সক্রিয় করেছেন।"
ম্যাকলাফলিন আরও দাবি করেন, "অবৈধ অভিবাসীরা এখন আমাদের বার্তা বুঝতে পারছে: 'এখনই দেশ ছেড়ে যাও, নয়তো পরিণতি ভোগ করো'। অনেকেই এখন সীমান্তে পৌঁছানোর আগেই ফিরে যাচ্ছে। পানামার দারিয়েন গ্যাপ দিয়ে অভিবাসন ৯৯.৯৯% কমে গেছে।"
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অভিবাসন অধিকারকর্মীরা এই নীতির তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, বর্তমান অভিবাসন আইন প্রয়োগের পদক্ষেপগুলো অতিরিক্ত কঠোর হয়ে গেছে এবং এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল।