ঢাকা, শনিবার, নভেম্বর ২২, ২০২৫ | ৮ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

জরুরি খবর! যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক ভর্তি স্থগিত, কোন ইউনিভার্সিটিতে বন্ধ হলো আবেদন?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

জরুরি খবর! যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক ভর্তি স্থগিত, কোন ইউনিভার্সিটিতে বন্ধ হলো আবেদন?

যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটিতে (বিএনইউ) ব্যাচেলর বা স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ এসেছে। আসন্ন এপ্রিল ইনটেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে স্নাতক পর্যায়ের আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছে।
জানা গেছে, দেশটির ভিসা ও ইমিগ্রেশন (ইউকেভিআই) নীতিমালার কড়াকড়ির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিতের আসল কারণ: লাইসেন্স রক্ষা
বিশ্ববিদ্যালয়টি যদিও সরাসরি কোনো 'নিষেধাজ্ঞা' বা নোটিশ জারি করেনি, তবে ভিসা প্রত্যাখ্যানের হার নিয়ন্ত্রণে রাখতে তাদের তালিকাভুক্ত এডুকেশন এজেন্টদের বাংলাদেশ থেকে স্নাতক ফাইল প্রসেস না করার নির্দেশনা দিয়েছে।

অনেকে মনে করছেন, এটি বিশ্ববিদ্যালয়ের 'স্পন্সর লাইসেন্স' রক্ষার একটি কৌশলগত পদক্ষেপ। স্পন্সর লাইসেন্স হলো বিদেশি শিক্ষার্থীদের স্পন্সর করার সরকারি অনুমতি, যা ভিসা প্রত্যাখ্যানের হার বাড়লে বাতিল হওয়ার ঝুঁকি থাকে।