ঢাকা, শনিবার, নভেম্বর ২২, ২০২৫ | ৮ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বড় স্ট্রাইক! শাকিবের দলের নতুন মেন্টর পাকিস্তানের সাবেক এই স্পিডস্টার"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বড় স্ট্রাইক! শাকিবের দলের নতুন মেন্টর পাকিস্তানের সাবেক এই স্পিডস্টার"

বিপিএল নিয়ে তাল মেলাতে শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। একের পর এক বড় নাম যোগ করে দলটির সদস্য তালিকা মোটেই পাতলা হচ্ছে না। এরই মধ্যে আরও একটি সেনসেশন তৈরি করল শাকিব আল হাসানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি। এবার তারা দলের মেন্টর হিসেবে নিয়ে এলেন ক্রিকেট বিশ্বের 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খ্যাত পাকিস্তানের লিজেন্ডারি ফাস্ট বোলার শোয়েব আখতারকে। বৃহস্পতিবার দলটির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে এই চমকপ্রদ খবরটি নিশ্চিত করা হয়।

এক কথায় বলতে গেলে, ঢাকা ক্যাপিটালসের এই মুভিটি ফ্যানদের জন্য এক বিশাল সুরপ্রাইজ! এর আগেই তারা বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে। এর পাশাপাশি বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার অ্যালেক্স হেলসকেও নিয়ে এসেছিল দলটি। এখন সরাসরি খেলোয়াড় নয়, বরং একজন মেন্টর হিসেবে দলে যোগ দিলেন শোয়েব আখতার।

গত বছরই বিপিএলে আত্মপ্রকাশ করেছিল ঢাকা ক্যাপিটালস। প্রথম সিজনে তারা কিছুটা লড়াই করলেও, এবার দেখতে চাইছে ভিন্ন কিছু। মজার ব্যাপার হলো, গতবার দলের মেন্টর ছিলেন পাকিস্তানের আরেক সাবেক স্টার স্পিনার সাঈদ আজমল। আর এবার? এবার তারা দলের দায়িত্ব দিলেন সেই শোয়েব আখতারকে, যিনি তার পুরো ক্যারিয়ার জুড়ে বোল্ড করেছিলেন বিশ্বসেরা সব ব্যাটসম্যানকে। তার এই অভিজ্ঞতা এবার কাজে লাগবে ঢাকা ক্যাপিটালসের পেসারদের জন্য।