ঢাকা, শনিবার, নভেম্বর ২২, ২০২৫ | ৮ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

বাংলাদেশের সামনে আগুন থাইল্যান্ড! জার্মানিকে ৫১-২৬ উড়িয়ে দিলো মেয়েরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

বাংলাদেশের সামনে আগুন থাইল্যান্ড! জার্মানিকে ৫১-২৬ উড়িয়ে দিলো মেয়েরা

মিরপুরে নারী কাবাডি বিশ্বকাপে যেন ঝড় তুলেছে থাইল্যান্ড! স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হওয়ার ঠিক আগের দিন জার্মানিকে রিতিমতো ধরাশায়ী করে দিলো থাই মেয়েরা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৫১-২৬ পয়েন্টের বিশাল ব্যবধানে জিতেছে তারা!

ম্যাচ শুরু হতেই থাইল্যান্ড যেন আগুন হয়ে উঠলো। মাত্র ৪ মিনিটে প্রথমবার, ৭ মিনিটে দ্বিতীয়বার আর ১০ মিনিটেই তৃতীয়বার জার্মানিকে অলআউট করে দিলো! তখনই স্কোর হয়ে গেল ২৮-১। প্রথমার্ধ শেষে তো লিড ৩৩-৪! জার্মানি কিছুই করার ছিল না।

দ্বিতীয়ার্ধে জার্মানি একটু চেষ্টা করলেও থাইল্যান্ডের দাপট কমেনি একটুও। শেষ পর্যন্ত ৫১-২৬ পয়েন্টে ম্যাচ জিতে মাঠ ছাড়লো তারা।
এই জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতল থাইল্যান্ড। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পরের ম্যাচে উগান্ডাকে আর এবার জার্মানিকে হারিয়ে দারুণ ফর্মে উঠে এসেছে তারা।

এখন সবার চোখ শনিবার সকাল সাড়ে ১০টার ম্যাচে – বাংলাদেশ বনাম থাইল্যান্ড! এই ফর্মে থাকা থাইল্যান্ডকে আটকাতে পারবে তো লাল-সবুজের মেয়েরা? মিরপুরে আগুন লাগতে চলেছে!
আর দিনের প্রথম ম্যাচে চাইনিজ তাইপে জাঞ্জিবারকে ৭১-১৯ পয়েন্টে উড়িয়ে দিয়েছে। প্রথমার্ধেই তারা এগিয়ে ছিল ৩৯-৮ পয়েন্টে।