ঢাকা, সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ | ২৪ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

হন্ডুরাস নির্বাচনে ট্রাম্পের প্রার্থী এগিয়ে! ফল বদলালে ‘ভয়াবহ মূল্য’ দিতে হবে – হুঁশিয়ারি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

হন্ডুরাস নির্বাচনে ট্রাম্পের প্রার্থী এগিয়ে! ফল বদলালে ‘ভয়াবহ মূল্য’ দিতে হবে – হুঁশিয়ারি

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে  ভোট গণনার চতুর্থ দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত ডানপন্থী প্রার্থী নাসরি আসফুরা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। প্রায় ৬৮ শতাংশ ভোট গণনা শেষে আসফুরা পেয়েছেন ৪০.২৫ শতাংশ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী টিভি ব্যক্তিত্ব সালভাদর নাসরাল্লা পেয়েছেন ৩৯.৪০ শতাংশ।

ভোট গণনা খুব ধীরগতিতে চলছে। জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই) বলছে, প্রত্যন্ত এলাকা থেকে এখনো ব্যালট আসছে। সোমবার আংশিক ফলাফলে দুজনকে ‘প্রযুক্তিগতভাবে সমান’ দেখানোর পর থেকে সিএনই-এর ওপর চাপ বেড়েছে। সিএনই প্রধান আনা পাওলা হল বলেছেন, “নির্বাচনের দিন যেসব রেকর্ড পাঠানো যায়নি, সেগুলো এখন সিস্টেমে ঢোকানো হচ্ছে।” তিনি প্রার্থীদের ধৈর্য ধরতে বলেছেন আর প্রতিশ্রুতি দিয়েছেন – চূড়ান্ত ফলাফল ‘জনগণের ইচ্ছার পুরো সম্মান’ করবে।

কিন্তু ট্রাম্প একদম রেগে আছেন! তিনি হন্ডুরাস কর্তৃপক্ষের বিরুদ্ধে ফলাফল ‘বদলানোর চেষ্টা’র অভিযোগ তুলে হুমকি দিয়েছেন – “যদি তারা এটা করে, ভয়াবহ মূল্য দিতে হবে।” ট্রাম্প যেখানে ফলাফল পছন্দ করেন না, সেখানেই এমন অভিযোগ তোলেন।

হন্ডুরাস ল্যাটিন আমেরিকার সবচেয়ে গরিব ও সহিংস দেশগুলোর একটা। গ্যাংয়ের ভয়ে হাজার হাজার মানুষ, এমনকি নাবালকরাও যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। এই নির্বাচনের ফলাফল সেই অভিবাসনের ওপরেও বড় প্রভাব ফেলবে।
এখনো চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা। সিএনই-এর হাতে এক মাস সময় আছে। ট্রাম্পের হুমকি আর ধীর গণনায় হন্ডুরাসে উত্তেজনা চরমে!