এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়ঙ্কর দাবানল বাতাসে ছড়িয়ে পড়ছে দ্রুতগতিতে! গোলবার্ন রিভার ন্যাশনাল পার্কে শুরু হওয়া এই আগুন এরইমধ্যে ৯ হাজার হেক্টর যা প্রায় ২০ হাজার একর বনভূমি পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুকনো জঙ্গল আর দমকা গরম হাওয়ার কারণে আগুন থামছেই না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠছে।
এই প্রতিকূল আবহাওয়া ফায়ার ফাইটারদের কাজকে আরও কঠিন করে তুলেছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর আবহাওয়াবিদ ডিন নারামোরে বলেছেন, “রাজ্যজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত বিপজ্জনক।”
তিনি আরও বলেন, “দুর্ভাগ্যের বিষয়, এই প্রচণ্ড গরমের সাথে আছে গরম আর দমকা হাওয়া। এই বাতাসই দাবানলকে আরও ভয়ঙ্কর আর নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে।”
অস্ট্রেলিয়ায় গরমের মৌসুমে দাবানল খুবই সাধারণ ব্যাপার। তীব্র গরম আর হাওয়ার কারণে একই সময়ে বিভিন্ন জায়গায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়া নতুন কিছু নয়। বিশেষ করে যেসব এলাকায় লোকবসতি কম, সেখানে আগুন আরও দ্রুত ছড়ায়।
আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। কর্তৃপক্ষ স্থানীয় মানুষদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে তৎক্ষণাৎ নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।