ঢাকা, সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ | ২৪ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ফ্যান্টাস্টিক ফোর'-এর সেই দৃশ্যে অভিনয় আজও দুঃস্বপ্নের মতো! দুই দশক পর মুখ খুললেন হলিউড তারকা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ পিএম

ফ্যান্টাস্টিক ফোর'-এর সেই দৃশ্যে অভিনয় আজও দুঃস্বপ্নের মতো! দুই দশক পর মুখ খুললেন হলিউড তারকা!

মার্ভেলের সুপারহিরো ছবি 'ফ্যান্টাস্টিক ফোর'-এ  সু স্টর্ম  চরিত্রটি জেসিকা অ্যালবাকে  বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দিলেও, এই ছবির একটি নির্দিষ্ট দৃশ্য আজও তার জন্য দুঃস্বপ্নের মতো। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবিটির একটি দৃশ্যে ব্রিজের ওপর তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখানো হয়েছিল। প্রায় দুই দশক পরে, সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে অকপটে সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন এই হলিউড তারকা।

সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। উৎসবের দ্বিতীয় দিনে জেসিকা অ্যালবা তাঁর ক্যারিয়ার নিয়ে এক খোলামেলা আলোচনায় অংশ নেন। সেখানেই উঠে আসে টিম স্টোরি পরিচালিত ছবিটির সেই ভয়ানক অভিজ্ঞতার কথা।

জেসিকা বলেন, “দৃশ্যটি ছিল ভয়ানক। বাস্তব জীবনে এটা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। কারণ আমি বেশ রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, নিজেও ব্যক্তিগত জীবনে সংযত। এখনো ওই দৃশ্যের কথা ভাবলে আমার কষ্ট হয়, ভয় লাগে।”

তবে একটি দৃশ্য অপছন্দের হলেও 'সু স্টর্ম' চরিত্রটি তাঁর ভীষণ প্রিয়। জেসিকার মতে, সেই সময়ের সুপারহিরো ও অ্যাকশন ছবিতে প্রচলিত লৈঙ্গিক ধারণা ভেঙে দিয়েছিল চরিত্রটি। তিনি বলেন, “সে ছিল একাধারে মা-সুলভ ও দয়ালু, আবার একই সঙ্গে দৃঢ়। তখনকার নারী চরিত্রগুলো সাধারণত উদ্ধারের অপেক্ষায় থাকত, কিন্তু সু স্টর্ম ছিল আলাদা। তার নৈতিক অবস্থান ছিল অসাধারণ।”

বর্তমানে জেসিকা নিজেই প্রযোজনা জগতে নেমেছেন। হলিউডের গল্প বলার ধরনে পরিবর্তন আনার লক্ষ্যে তিনি চালু করেছেন 'লেডি মেটালমার্ক এন্টারটেইনমেন্ট' (Lady Metalmark Entertainment)।

তিনি বলেন, “আমি এমন সময়ে বড় হয়েছি যখন গল্পে বৈচিত্র্য কম ছিল। এর জন্য আমি হলিউডকে দোষ দিই না, তবে গল্প বলার ক্ষমতাটা মূলত শ্বেতাঙ্গ পুরুষদের হাতেই ছিল।”

তিনি আরও যোগ করেন, “নারীরা পরিবারের আয়ের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করেন। তাই শুধু নারীদের 'উদ্ধার'-এর গৎবাঁধা গল্প না দেখিয়ে তাদের নেতৃত্বের গল্প সামনে আনা উচিত।”

উৎসবের মঞ্চে নিজের নতুন সিনেমা 'আ ট্রি ইজ ব্লু' (A Tree Is Blue)-এর খবরও জানান জেসিকা। ডাকোটা জনসনের (Dakota Johnson) এই সিনেমায় তার সঙ্গে আরও আছেন ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স (Charli XCX) ও ভ্যানেসা বার্গহার্ট (Vanessa Burghardt)।