এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ পিএম

প্রচারে আসার পর থেকেই তুমুল আলোচনায় কাজল ও টুইঙ্কেল খান্নার টক শো—‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। কফি কাউচে প্রশ্নবাণ ছুড়ে তারকাদের ব্যক্তিগত জীবনের গল্প টেনে বের করা—এ কাজে দুই নায়িকার জুটি যেন একেবারে অপ্রতিরোধ্য। এই জুটির কঠিন প্রশ্ন এড়াতে পারেননি সুপারস্টার আমির খান ও সালমান খানও। টক শোর প্রথম দিনেই বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তারা।
কিন্তু প্রশ্ন উঠেছে—তাহলে শাহরুখ খান কোথায়? কেন এখনো দেখা গেল না তাকে এই জনপ্রিয় শোতে?
শাহরুখ নিজেই জানালেন না যাওয়ার আসল কারণ
এবার সেই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং ‘কিং খান’। অনেকে ভেবেছিলেন, শোতে কাজল–টুইঙ্কেলের বিতর্কিত মন্তব্যই হয়তো শাহরুখকে বিরক্ত করেছে। কারণ, প্রতিটি পর্বেই কোনো না কোনো বেফাঁস মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন দুই সঞ্চালিকা। কখনো ‘ফারাহ খানের অস্তিত্ব’ নিয়ে প্রশ্ন তুলে নেটিজেনদের রোষে পড়েছেন, আবার কখনো ‘দাম্পত্যের মেয়াদ’ বা ‘স্বামীদের পরকীয়া’ নিয়ে মন্তব্য করে বিতর্ক ছড়িয়েছেন।
তবে শাহরুখ জানালেন, শো এড়ানোর কারণ একেবারেই অন্য।
তিনি বলেন,
“ওদের টক শোতে যেতে না পারায় সত্যিই খারাপ লেগেছে। আসলে আমি ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলাম। মাঝে হাতে চোটও পেয়েছিলাম। তাই সময় বের করতে পারিনি।”
একটি বিষয়ে আপত্তিও তুললেন শাহরুখ
কিন্তু এখানেই শেষ নয়। শোয়ের একটি বিষয় নিয়ে খানিকটা আপত্তিও জানান শাহরুখ।
তার ভাষায়—
“আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝক্কিটা বাদ দিয়ে। ওদের শোতে এত খাবার থাকে! না যাওয়ার জন্য কাজল–টুইঙ্কেলের কাছে দুঃখিত। আমার যাওয়া উচিত ছিল।”
তবে উপস্থিত না থাকলেও প্রতিটি পর্বই তিনি দেখেছেন—এ কথা হাসিমুখেই জানান বাদশা।
বন্ধুত্বের আড্ডায় মজা করে বলা কথা
এই মন্তব্য আসলে ছিল কাজলের সঙ্গে হালকা মজার ছলে বলা। সম্প্রতি লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-তে শাহরুখ–কাজলের রাজ–সিমরন চরিত্রের ব্রোঞ্জের ভাস্কর্য উদ্বোধন করা হয়। সেই উপলক্ষে দুই বন্ধুর আড্ডায় এক পডকাস্টার শাহরুখকে প্রশ্ন করলে তিনিই এভাবে ব্যাখ্যা দেন।