ঢাকা, সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ | ২৪ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

"আলাস্কায় ধাক্কা ৭ মাত্রার ভূমিকম্প! কেঁপে উঠল কানাডার ইউকন, পড়ল ঘরের জিনিসপত্র"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

"আলাস্কায় ধাক্কা ৭ মাত্রার ভূমিকম্প! কেঁপে উঠল কানাডার ইউকন, পড়ল ঘরের জিনিসপত্র"

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের একটি দুর্গম অঞ্চলে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। তবে, ভূমিকম্পের পর সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনও খবরও পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স শহর থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পরবর্তী সময়ে আপাতত কোনও সুনামির হুমকি নেই।

"সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে মানুষ"
হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পটি নিয়ে তারা পৃথক দুটি ৯১১ কল পেয়েছেন। তিনি বলেন, "ভূমিকম্পটি স্পষ্ট অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষই লিখেছেন যে তারা এটি (ভূমিকম্প) টের পেয়েছেন।"

কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে ভূমিকম্পটি আঘাত হেনেছে, সেটি একটি পাহাড়ি এলাকা এবং সেখানে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে। তিনি জানান, "বেশিরভাগ মানুষই জানিয়েছেন যে তাদের ঘরের তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে।"

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে উৎপত্তি লাভ করে। এর পর থেকে একই এলাকায় বেশ কয়েকটি ছোট আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে, যা ইউএসজিএস-ও নিশ্চিত করেছে।