এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

এশিয়া কাপের সুপার–৪ ম্যাচে কোয়াড ইনজুরি থেকে সেরে উঠে টি–টোয়েন্টি দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে দেখা গেল একটা ভিন্ন ছবি—কাটকে সোমবারের ঐচ্ছিক প্র্যাকটিস সেশনেই হাজির হননি তিনি। আর তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা, তবে কি আবারও চোট?
শুভমন গিলের সঙ্গে ভারতের ভাইস–ক্যাপ্টেন হার্দিকও ফিরছেন ছোট ফরম্যাটে। এশিয়া কাপের পরে তিনি অস্ট্রেলিয়া সফর ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ মিস করেছিলেন। কিন্তু সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বরোদার হয়ে ব্যাট–বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন।
প্র্যাকটিসে না আসায় চোটের গুঞ্জন, তবে রিপোর্ট বলছে—‘পুরো ফিট’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দলে রিঙ্কু সিংহের জায়গায় ফিরেছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ম্যাচের আগের দিন প্র্যাকটিস সেশনে না থাকায় সন্দেহ তৈরি হয়, আবার কি নতুন কোনো চোট?
তবে রেভস্পোর্টজ–এর রিপোর্ট একেবারে উল্টো কথা বলছে—
“হার্দিক পান্ডিয়া অনুশীলনে আসেননি কারণ তিনি আগের দিন রাত পর্যন্ত ট্রেনিং করেছেন। তিনি সম্পূর্ণ ফিট।”
নেটে ছক্কা বন্যা, বোলিংয়েও গতি ফিরে পেয়েছেন হার্দিক
ভারতীয় দল কাটকে পৌঁছানোর পরই নেটে রীতিমতো ছক্কার বন্যা বইয়ে দেন হার্দিক। দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নেট সেশনে দারুণ ছন্দে দেখা যায় তাকে।
গোলন্দাজ হিসেবেও ছিলেন পুরো ফিট—প্রায় ২০ মিনিট জোরে বল করেছেন, যেন আবারও বুমরাহর সঙ্গে নতুন বলে আক্রমণে নামতে প্রস্তুত।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুর্দান্ত ফর্ম নিয়ে ফিরছেন হার্দিক
বরোদার হয়ে বড় ভাই ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বে খেলেছেন হার্দিক।
২ ডিসেম্বর পাঞ্জাবের বিপক্ষে ৭৭ রানের ঝড়ে দলকে জিতিয়ে ম্যাচসেরা হন তিনি।
গুজরাটের বিপক্ষে ৪ ওভারে ১ উইকেট নিয়ে দেন মাত্র ১৬ রান, পরে অপরাজিত ১০ রান করে সহজ লক্ষ্য তাড়া করে জেতান বরোদাকে।
সব মিলিয়ে ব্যাট–বলে ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের বড় ভরসা হয়ে থাকছেন।