ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ | ২৪ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ইইউ প্রধানের কড়া ধমক: আমেরিকার হস্তক্ষেপ সহ্য করব না! ইউরোপের ভোটাররাই রাজনীতি ঠিক করবে – রাশিয়া খুশি হলো কেন?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

ইইউ প্রধানের কড়া ধমক: আমেরিকার হস্তক্ষেপ সহ্য করব না! ইউরোপের ভোটাররাই রাজনীতি ঠিক করবে – রাশিয়া খুশি হলো কেন?

ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—ইউরোপের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সোমবার (৮ ডিসেম্বর) বেলজিয়ামের ব্রাসেলসে একটি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে ইউরোপের নীতি, অভিবাসন এবং নিয়ন্ত্রণব্যবস্থার তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি বার্তা দেন।

কোস্তা বলেন, 'কোন দল ভালো বা কোন দল খারাপ—এটা ইউরোপের নাগরিকরাই নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র নয়।'
ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছে, ইউরোপের বর্তমান নীতি-অভিমুখের বিরুদ্ধে ইউরোপের ভেতরেই প্রতিরোধ গড়ে তুলবে যুক্তরাষ্ট্র,যা মূলত ডানপন্থি দলগুলোর অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কোস্তা সতর্ক করে বলেন, ইউরোপ যদি যুক্তরাষ্ট্রের মিত্র হয়, তাহলে সেই সম্পর্ক মিত্রসুলভ হতে হবে, হস্তক্ষেপমূলক নয়।
রাশিয়া যুক্তরাষ্ট্রের এই নতুন কৌশলকে স্বাগত জানানোয় তিনি উদ্বেগ প্রকাশ করেন। কোস্তার মতে, এতে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যে অবস্থান তুলে ধরা হয়েছে, তা ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যের সঙ্গে যায় না, বরং শুধু সংঘাত কমানো এবং রাশিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্কের দিকেই জোর দেয়।