ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ | ২৪ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

"পুলিশ স্টেশনের সামনেই ভয়াল বিস্ফোরণ! গাড়ি বোমায় মেক্সিকোতে পাঁচ নিহত, আহত ১২"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

"পুলিশ স্টেশনের সামনেই ভয়াল বিস্ফোরণ! গাড়ি বোমায় মেক্সিকোতে পাঁচ নিহত, আহত ১২"

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের একটি পুলিশ স্টেশনের সামনে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার স্থানীয় সময়ে এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে।

রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, শনিবার দুপুরের আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানার একটি পুলিশ স্টেশনের ঠিক সামনেই গাড়িটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে তিনজন এবং আহতদের মধ্যে পাঁচজন স্থানীয় কমিউনিটি পুলিশ বাহিনীর সদস্য ছিলেন।

মিচোয়াকান দীর্ঘদিন ধরে শক্তিশালী মাদক কার্টেল ও অপরাধী গোষ্ঠীগুলোর আস্তানা হিসেবে পরিচিত। জালিস্কো নিউ জেনারেশন কার্টেলসহ একাধিক সন্ত্রাসী গোষ্ঠী এখানে সক্রিয়। চলমান সহিংসতা নিয়ন্ত্রণে সরকার সম্প্রতি এলাকায় বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করলেও, এই বিস্ফোরণ দেখাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ।

'দেহাবশেষ চারদিকে ছড়িয়ে পড়েছিল'
কমিউনিটি পুলিশ বাহিনীর কমান্ডার হেক্টর জেপেদা জানান, বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি বলেন, "বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে মানুষের দেহাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।" এই অঞ্চলে অপরাধী গোষ্ঠীগুলো আগে থেকেই ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ এবং রাস্তার পাশে মাইন পেতে রাখার মতো ভয়ংকর কৌশল ব্যবহার করে আসছে।

রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি ও পটভূমি
বিস্ফোরণের সময় রাজ্যের গভর্নর আলফ্রেডো রামিরেজ বেদোল্লা মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সঙ্গে ক্ষমতাসীন মোরেনা দলের সাত বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন।

গত দুই দশক ধরে বিভিন্ন সংগঠিত অপরাধী গোষ্ঠী মিচোয়াকানের নিয়ন্ত্রণের জন্য রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাচ্ছে। কারণ, এই রাজ্যে সিন্থেটিক মাদক তৈরির মূল উপকরণ আমদানির গুরুত্বপূর্ণ প্রবেশপথ রয়েছে। পাশাপাশি, চাঁদাবাজিও এখানে অপরাধীদের একটি বড় আয়ের উৎস।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন যেসব মেক্সিকান মাদক কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল, তার মধ্যে অন্তত তিনটি— জালিস্কো নিউ জেনারেশন, ইউনাইটেড কার্টেলস এবং দ্য নিউ মিচোয়াকান ফ্যামিলি— এই রাজ্যেই সক্রিয়। এছাড়াও বেশ কয়েকটি দেশীয় সশস্ত্র স্প্লিন্টার গ্রুপও সেখানে কাজ করছে, যাদের কিছু সিনালোয়া কার্টেলের সহায়তা পায় বলে জানা গেছে।