ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

টানা দ্বিতীয়বার এমভিপি! এমএলএসে মেসির অবিশ্বাস্য ইতিহাস গড়ে চমকে দিলো বিশ্ব ফুটবল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

টানা দ্বিতীয়বার এমভিপি! এমএলএসে মেসির অবিশ্বাস্য ইতিহাস গড়ে চমকে দিলো বিশ্ব ফুটবল

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) আবারও ইতিহাস লিখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়ে তিনি এমন কীর্তি গড়লেন, যা এমএলএসের ৩০ বছরের ইতিহাসে আর কেউ পারেননি।

এর আগেই ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। তার নেতৃত্বেই ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা জেতে। ফাইনালে তিনি দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

ভোটে ছিল মেসির একচ্ছত্র আধিপত্য—
তিনি পেয়েছেন ৭০ শতাংশের বেশি ভোট,
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার পেয়েছেন মাত্র ১১ শতাংশ ভোট।

ইন্টার মায়ামির হয়ে মৌসুমটিই ছিল মেসিময়।
লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে মাঠ কাঁপিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
টানা নয় ম্যাচে কমপক্ষে তিনটি করে গোল অবদান রেখে গড়েছেন অনন্য রেকর্ড।

তাতেই শেষ নয়—
এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করার বিরল কীর্তিও যোগ হয়েছে তার নামের পাশে।
আগে এই রেকর্ড ছিল মাত্র তিনজনের—স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচ—সর্বোচ্চ ৮ ম্যাচে।

সব মিলিয়ে, ২০২৫ মৌসুমে মেসি শুধু ইন্টার মায়ামিকেই নতুন উচ্চতায় নিয়ে যাননি, বরং এমএলএসের ইতিহাসেও নিজের নাম সোনার অক্ষরে লিখে রেখেছেন।