ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে ইনফান্তিনোর চাকরি বিপদে! ফুটবলের নিয়ম ভাঙার অভিযোগে তদন্ত – কী ঘটছে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে ইনফান্তিনোর চাকরি বিপদে! ফুটবলের নিয়ম ভাঙার অভিযোগে তদন্ত – কী ঘটছে?

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপে এমন পুরস্কার আগে কখনো দেখা যায়নি। ফুটবলের ‘একত্রীকরণ শক্তি’ তুলে ধরার জন্য ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রথমবার ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করে। গত ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু এর ফলে বিশ্বজুড়ে ফুটবল ফ্যানদের মধ্যে তীব্র বিতর্ক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ট্রাম্পকে এই নতুন পুরস্কার দিয়ে এবার সত্যিই বিপদে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার নৈতিকতা কমিটিকে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে। অভিযোগ – তিনি ট্রাম্পকে ঘিরে ফুটবলের সর্বোচ্চ সংস্থার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন।

ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে প্রথমবারের মতো শান্তি পুরস্কার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর সাক্ষাৎকারও দিয়েছেন ইনফান্তিনো। এবার তাঁর বিরুদ্ধে ফিফারই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ বিবিসি স্পোর্টের দেখা একটি অভিযোগপত্রে লিখেছে, ‘ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার স্পষ্টভাবে চারটি নিয়ম ভেঙেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ‘একজন দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেওয়া নিজেই ফিফার নিরপেক্ষতার নীতির একটি স্পষ্ট লঙ্ঘন। ফিফা সভাপতি সংস্থার লক্ষ্য, কৌশলগত দিকনির্দেশনা, নীতি বা মূল্যবোধ একতরফাভাবে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন না।

ওয়াশিংটনের কেনেডি সেন্টারে একটি বড় সোনালি ট্রফির পাশাপাশি ট্রাম্পকে একটি মেডেল ও সনদ দেন ইনফান্তিনো। পুরস্কার দেওয়ার আগে দেখানো ভিডিওর পরে দেওয়া বক্তৃতায় তিনি বলেছেন, ‘একজন নেতার মধ্যে আমরা যা চাই, তা-ই তিনি প্রদর্শন করেছেন। তিনি আরও যোগ করেন, ‘মি. প্রেসিডেন্ট, আমার সমর্থন সবসময়ই আপনার সঙ্গে থাকবে।

গত অক্টোবর ইনফান্তিনো সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের পুরোপুরি যোগ্য। গত নভেম্বরে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমাদের উচিত ট্রাম্প যা করছেন (যুক্তরাষ্ট্রে) তাকে সমর্থন করা, কারণ আমার মনে হয়, পরিস্থিতি বেশ ভালোই দেখাচ্ছে।
ফেয়ারস্কোয়ার ফিফা সভাপতির আরও অভিযোগ করেছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার পর জানুয়ারিতে ইনফান্তিনোর করা একটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্টেও ‘ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়।’

ফেয়ারস্কোয়ারের প্রোগ্রাম ডিরেক্টর নিকোলাস ম্যাকগিহান বলেছেন, ‘এই অভিযোগ কেবল ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি ইনফান্তিনোর সমর্থন নিয়ে নয়। আরও বিস্তৃতভাবে এটি দেখায়—ফিফার অদ্ভুত শাসনব্যবস্থা কীভাবে জিয়ান্নি ইনফান্তিনোকে সংস্থার নিয়ম খোলাখুলিভাবে ভঙ্গ করার সুযোগ দিয়েছে, এবং এমন আচরণ করতে দিয়েছে যা বিপজ্জনক এবং বিশ্বের জনপ্রিয়তম খেলাটির স্বার্থের সম্পূর্ণ বিপরীত।