ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

“বাংলা বললেই বাংলাদেশি নয়!” মমতার আগুন মন্তব্য – বিএসএফ-কে সরাসরি হুঁশিয়ারি, বাঙালি হয়রানি বন্ধ করো!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

“বাংলা বললেই বাংলাদেশি নয়!” মমতার আগুন মন্তব্য – বিএসএফ-কে সরাসরি হুঁশিয়ারি, বাঙালি হয়রানি বন্ধ করো!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারত-বাংলাদেশ সীমান্তে চলা ‘বাড়াবাড়ি’ নিয়ে এবার পুরোপুরি ফেটে পড়লেন। সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠকে তিনি বিএসএফ-কে সরাসরি টার্গেট করে বললেন, “ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে – এটা আর বরদাস্ত করব না!”

মমতা রাজ্য পুলিশকে নির্দেশ দিলেন – বিএসএফ-কে ভয় না পেয়ে আরও সক্রিয় হতে হবে, তল্লাশি অপারেশন জোরদার করতে হবে। কোচবিহার সীমান্ত জেলা হলেও স্থানীয় বাসিন্দাদের ওপর কোনো হয়রানি চলবে না – এটা তিনি সাফ জানিয়ে দিলেন।

তার সবচেয়ে জোরালো কথা ছিল, “কোনো মানুষ বাংলা বললেই সে বাংলাদেশি হয় না। বাংলাদেশ একটা আলাদা দেশ, পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্য। উত্তরপ্রদেশে অনেকে উর্দু বলে, পাকিস্তানেও পাঞ্জাব আছে, ভারতেও পাঞ্জাব আছে। দুই দেশের মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে। তাই ভারতের পাঞ্জাবি পাকিস্তানি হয়ে যায়নি, পাকিস্তানি পাঞ্জাবি ভারতীয় হয়ে যায়নি। কিন্তু বাংলার মানুষকে শুধু বাংলা বলার জন্য হয়রানি করা হচ্ছে – এটা একদম সহ্য করার মতো নয়!”

মমতার এই কথায় স্পষ্ট – বাঙালি পরিচয় নিয়ে আর এক ইঞ্চি অন্যায় হলে তিনি চুপ করে থাকবেন না!