ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ | ১ পৌষ ১৪৩২
Logo
logo

RISE-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন হার্দিক পান্ডিয়া, নিজস্ব ব্যবসায়িক যাত্রা শুরু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

RISE-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন হার্দিক পান্ডিয়া, নিজস্ব ব্যবসায়িক যাত্রা শুরু

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিজের পেশাদার জীবনে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। একটি সংক্ষিপ্ত সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি নিশ্চিত করেছেন, দীর্ঘ ১২ বছর পর তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ ম্যানেজমেন্ট এজেন্সি RISE-এর সঙ্গে পথ আলাদা করেছেন।

মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্পোর্টস ও লাইফস্টাইল শাখা, যারা হার্দিকের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স (MI)-এরও মালিক। উল্লেখ্য, ২০২৪ সালে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করা হয়।

১২ বছর পর RISE ছাড়ার সিদ্ধান্ত হার্দিকের

এতদিন হার্দিকের সব ধরনের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, পার্টনারশিপ এবং মাঠের বাইরের কাজ সামলাত RISE। তবে এবার তিনি নিজের সব বাণিজ্যিক বিষয় নিজেই দেখভাল করার সিদ্ধান্ত নিয়েছেন। সে লক্ষ্যে তিনি গড়ে তুলেছেন নিজস্ব স্বাধীন ব্যবসায়িক কাঠামো।

এই উদ্যোগে তার সঙ্গে যুক্ত হয়েছেন ভাই কৃণাল পান্ডিয়া-ও। তিনিও RISE ছেড়েছেন। হার্দিকের নতুন এই ব্যবস্থার নাম Hardik Pandya Family Office। লক্ষ্য একটাই—সব ব্যবসা, বিনিয়োগ ও মাঠের বাইরের দায়িত্বকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের আওতায় আনা।

এখন থেকে কোনো বাইরের এজেন্সির ওপর নির্ভর না করে নিজের পেশাদার স্বার্থ নিজেই দেখবেন হার্দিক। এই নতুন উদ্যোগের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সেলিব্রিটি ম্যানেজমেন্ট সংস্থা Out of the Park, যার প্রতিষ্ঠাতা রিতেশ নাথ।

নিজের ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নিলেন হার্দিক

রিতেশ নাথ ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। এর আগে তিনি ভারতের শীর্ষ সেলিব্রিটি ম্যানেজমেন্ট সংস্থা Cornerstone-এর সঙ্গে যুক্ত ছিলেন, যারা একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে কাজ করে।

গত ২৬ নভেম্বর নিজের এক্স (X) হ্যান্ডেলে হার্দিক লিখেছিলেন,
“আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার সব ব্যবসা, বিনিয়োগ ও মাঠের বাইরের কাজ এক ছাতার নিচে আনতে আমি Family Office শুরু করছি। এটি আমার অন ও অফ-ফিল্ড ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ। Out of the Park টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত।”

RISE ছাড়লেও মুম্বাই ইন্ডিয়ান্সে প্রভাব পড়বে না

বর্তমানে হার্দিকের RISE ছাড়ার সিদ্ধান্তে মুম্বাই ইন্ডিয়ান্সে তার ভূমিকায় কোনো প্রভাব পড়বে কি না, তা স্পষ্ট নয়। তবে তিনি এখনো পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এবং তার অবস্থান অপরিবর্তিত রয়েছে। শোনা যাচ্ছে, ভবিষ্যতেও ফ্র্যাঞ্চাইজি হার্দিককে সব ধরনের সমর্থন দেবে।

উল্লেখ্য, RISE এখনো ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, ইশান কিষান ও সাই সুদর্শনের মতো একাধিক তারকা এখনো এই সংস্থার সঙ্গে যুক্ত।

বর্তমানে হার্দিক পান্ডিয়া ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন। আগামী রবিবার, ১৪ ডিসেম্বর, ধরমশালায় তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে দেখা যাবে।

কটকের ম্যাচে তিনি ২৮ বলে অপরাজিত ৫৯ রান করে ম্যাচসেরা হন। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ বলে মাত্র ২০ রান করতে পারেন। সেই ম্যাচে ভারত ৫১ রানে হেরে সিরিজে ১-১ সমতা আসে।