ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ | ১ পৌষ ১৪৩২
Logo
logo

বিপজ্জনক বোলিংয়ে মাঝ ওভারেই নিষিদ্ধ শাহিন আফ্রিদি, বিগ ব্যাশে দুঃস্বপ্নে শুরু ক্যারিয়ার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

বিপজ্জনক বোলিংয়ে মাঝ ওভারেই নিষিদ্ধ শাহিন আফ্রিদি, বিগ ব্যাশে দুঃস্বপ্নে শুরু ক্যারিয়ার

বিগ ব্যাশ লিগে BBL অভিষেকেই ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়লেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে খেলতে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ ওভারেই বোলিং থেকে নিষিদ্ধ হন তিনি।

বামহাতি এই পেসার রান খরচ করেন অস্বাভাবিক গতিতে এবং নিজের তৃতীয় ওভার শেষ করতেই পারেননি। শেষ পর্যন্ত সতীর্থকে দিয়ে সেই ওভারের বাকি বল করাতে হয়।

এদিকে, এই ম্যাচেই চলতি বিগ ব্যাশে প্রথম সেঞ্চুরি হাঁকান টিম সেইফার্ট। ধীরে শুরু করলেও পরে ভয়ংকর রূপ নেন নিউজিল্যান্ড ওপেনার। ছয়টি ছক্কা ও নয়টি চারে সাজানো ইনিংসে তিনি রেনেগেডসকে এনে দেন বড় সংগ্রহ। সোমবার, ১৫ ডিসেম্বর জেলংয়ে রেনেগেডস তোলে ৫ উইকেটে ২১২ রান।

বিগ ব্যাশে কঠিন শুরু শাহিন আফ্রিদির

বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচেই ছন্দ খুঁজে পাননি শাহিন আফ্রিদি। প্রথম দুই ওভারেই তিনি দেন ২৮ রান, ছিল নিয়ন্ত্রণহীন বোলিং।

ইনিংসের শেষ দিকে রান আটকাতে ফেরানো হলে পরিস্থিতি আরও খারাপ হয়। ১৮তম ওভারে তিনি করেন দুটি বিমার, যা দেখে আম্পায়াররা তাকে বাকি ম্যাচে বোলিং থেকে সরিয়ে দেন।

মাত্র চারটি বৈধ বলেই শাহিন দেন ১৭ রান। একই ওভারে তিনটি নো-বল করেন তিনি, যার মধ্যে দুটি ছিল বিমার। এরপর নাথান ম্যাকসুইনি এসে ওভারের বাকি বলগুলো করেন।

পরে বিগ ব্যাশ কর্তৃপক্ষ বিমারের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখে,
“ওয়াও! বিগ ব্যাশে অভিষেকেই আক্রমণ থেকে সরিয়ে দেওয়া হলো শাহিন আফ্রিদিকে!”

বিগ ব্যাশে হতাশাজনক শুরু মোহাম্মদ রিজওয়ানের

শাহিনের মতোই ভালো শুরু হয়নি তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের। তিন নম্বরে নেমে ব্যাট করতে এসে ছন্দহীন ছিলেন তিনি। ১০ বলে মাত্র ৪ রান করে প্যাট্রিক ডুলির বলে আউট হন রিজওয়ান।

সপ্তম ওভারে তার ইনিংস শেষ হয়, আর অপর প্রান্তে তখন ঝড় তুলছিলেন টিম সেইফার্ট।

রেনেগেডসের ইতিহাসে নাম লেখালেন টিম সেইফার্ট

টিম সেইফার্ট খেলেন দুর্দান্ত এক ইনিংস—৫৬ বলে ১০২ রান, যেখানে ছিল ৯টি চার ও ৬টি ছক্কা। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি মেলবোর্ন রেনেগেডসের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিগ ব্যাশে শতক হাঁকানোর কৃতিত্ব অর্জন করেন। আগে এই কীর্তি ছিল শুধু অ্যারন ফিঞ্চের।

ম্যাচ চলাকালে ধারাভাষ্যকার মার্ক হাওয়ার্ড বলেন,
“রেনেগেডসের হয়ে দ্বিতীয় সেঞ্চুরিয়ান—টিম সেইফার্টের দারুণ এক ইনিংস। বোঝাই যাচ্ছে, এটা তার জন্য অনেক বড় কিছু।”

এদিকে সাবেক অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যান তরুণ ব্যাটার অলি পিকের প্রশংসা করে বলেন,
“আমি যথেষ্ট দেখেছি—এই ছেলেটা একদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলবেই।”