ঢাকা, বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ | ৩ পৌষ ১৪৩২
Logo
logo

যুদ্ধবিরতি ভেঙে মর্টার হামলা! দক্ষিণ লেবাননে ইসরাইলের আগ্রাসনে ড্রোন আতঙ্কে জনজীবন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

যুদ্ধবিরতি ভেঙে মর্টার হামলা! দক্ষিণ লেবাননে ইসরাইলের আগ্রাসনে ড্রোন আতঙ্কে জনজীবন

চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় মর্টার হামলা চালিয়েছে ইসরাইল। একই সময় বৈরুতের দক্ষিণ অংশের আকাশে একের পর এক ড্রোন উড়তে দেখা গেছে। এসব ঘটনায় পুরো এলাকায় নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, শনিবার টাইর জেলার ধায়রা শহরের উপকণ্ঠে ইসরাইলি বাহিনী মর্টার নিক্ষেপ করে। পাশাপাশি নিকটবর্তী নাকৌরা শহরে একটি ইসরাইলি ড্রোন থেকে শব্দ বোমা ফেলা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে লেবাননের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে ইসরাইলি ড্রোন চক্কর দিতে থাকে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, কার্যত যুদ্ধবিরতি ভেঙে পড়ার পথে।

এই হামলা ও ড্রোন নজরদারির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি একে সরাসরি ‘অগ্রহণযোগ্য যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে আখ্যা দেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।