ঢাকা, বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ | ৩ পৌষ ১৪৩২
Logo
logo

হিজবুল্লাহ না থাকলে লেবানন কবজায় নিত ইসরায়েল—জরিপে চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

হিজবুল্লাহ না থাকলে লেবানন কবজায় নিত ইসরায়েল—জরিপে চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে উত্তেজনা

লেবাননে সম্প্রতি করা এক জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জরিপ অনুযায়ী, দেশটির ৭০ শতাংশের বেশি মানুষ হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের বিপক্ষে। তাদের বড় অংশের বিশ্বাস, হিজবুল্লাহই লেবাননের নিরাপত্তার সবচেয়ে শক্ত ভরসা। বিশেষজ্ঞদের মতে, হিজবুল্লাহ না থাকলে এতদিনে ইসরায়েলি সেনারা বৈরুতের নিয়ন্ত্রণ নিয়ে নিত।

ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আব্বাস হাজি নাজ্জারি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব চেষ্টা সত্ত্বেও হিজবুল্লাহকে ধ্বংস করা যায়নি। লেবাননে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। হিজবুল্লাহ দুর্বল—এই দাবি পুরোপুরি ভিত্তিহীন।”

নাজ্জারি আরও জানান, সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এখনও ৭০ শতাংশ লেবাননি নাগরিক হিজবুল্লাহর অস্ত্র জমা দেওয়ার বিরোধী। তার ভাষায়, ইসরায়েলের আগ্রাসনের সামনে হিজবুল্লাহ একটি শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক নাসের দেহকানি মাহহিও টিভির এক অনুষ্ঠানে বলেন, হিজবুল্লাহর প্রতিরোধ কৌশল শুধু লেবানন নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের যুদ্ধে ইসরায়েল প্রায় ৭০ হাজার সেনা মোতায়েন করলেও তাদের কৌশলগত লক্ষ্য পূরণ হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কয়েকটি আঞ্চলিক সরকার লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি নিজেদের পক্ষে ঘোরাতে চাইলেও এখনো সফল হয়নি। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের ফলও ইঙ্গিত দিচ্ছে, লেবাননের জনগণের মধ্যে হিজবুল্লাহর প্রতি আস্থা অটুট এবং তারা সংগঠনটিকে আরও শক্তিশালী অস্ত্রশক্তিতে দেখতে চায়।