ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ | ১ পৌষ ১৪৩২
Logo
logo

হংকং হাইকোর্টে গণতন্ত্রপন্থি মিডিয়া মোগল জিমি লাইক বিদেশি ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

হংকং হাইকোর্টে গণতন্ত্রপন্থি মিডিয়া মোগল জিমি লাইক বিদেশি ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত

হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া মোগল এবং চীনের সমালোচক জিমি লাইককে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে হংকং হাইকোর্ট।

সোমবার, ১৫ ডিসেম্বর, হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আনা সব অভিযোগে হাইকোর্ট লাইকে দোষী ঘোষণা করেন। তবে তার সাজা কী হবে, তা পরে জানানো হবে। জাতীয় নিরাপত্তা আইনে বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

রায় ঘোষণার সময় বিচারকরা বলেন, “আমাদের কোনো সন্দেহ নেই যে লাই চীনা সরকারের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্য থেকে কখনোই সরে আসেননি।”

বিচারকরা আরও বলেন, হংকংয়ের জনগণকে সহায়তার নামে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহিত করা এমন পরিস্থিতির সঙ্গে তুলনীয়, যেখানে কোনো মার্কিন নাগরিক ক্যালিফোর্নিয়ার সরকারকে সহায়তার অজুহাতে রাশিয়ার সাহায্য চাইছে।

তারা প্রমাণ হিসেবে উল্লেখ করেন, লাইয়ের একমাত্র লক্ষ্য ছিল “চীন ও হংকংয়ের জনগণের স্বার্থকে বিসর্জন দেওয়া।