ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ | ১ পৌষ ১৪৩২
Logo
logo

উত্তরা পশ্চিম থানা: ইমতু, মারিয়া, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

উত্তরা পশ্চিম থানা: ইমতু, মারিয়া, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপোট্টা ও অভিনেতা ইমতু রাতিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

রাতে অভিযোগ দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকলেও, তার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামো ধ্বংসের পরিকল্পনা করছে এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত হয়েছে।

বিবাদীরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন টক শোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রচারণা চালাচ্ছে। অভিযোগে বলা হয়, এই প্রচারণার মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীদের এই কর্মকাণ্ডের প্রভাবে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটন ও সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হচ্ছে।

এদিকে রবিবার রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, যা ডিবি প্রধান নিজেই নিশ্চিত করেছেন।