এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম

চীনের নতুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টাইপ ৯৯বি এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ট্যাঙ্কটি উন্নত করা হয়েছে উচ্চ-উচ্চতা এবং তীব্র ঠান্ডা আবহাওয়ায় অভিযান পরিচালনার জন্য, যা বিশেষভাবে পাহাড়ি ও হিমালয়ীয় অঞ্চলের জন্য কার্যকর।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, সামরিক বিশ্লেষকদের মতে, এই আপগ্রেড হওয়া ট্যাঙ্কটি ভারত সংলগ্ন সীমান্তে মোতায়েন করা হতে পারে।
টাইপ ৯৯বি হলো টাইপ ৯৯ সিরিজের সর্বশেষ মডেল। গত সেপ্টেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বিশাল বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে এই ট্যাঙ্কটি উন্মোচন করা হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আপগ্রেড হওয়া মডেলটিতে একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ট্যাঙ্কটি বিভিন্ন ধরনের ভূখণ্ডে চালনার ক্ষমতা এবং এর ইলেকট্রনিক সিস্টেমের পরীক্ষা চলছে। এছাড়াও এর লাইভ-ফায়ার মহড়াও প্রদর্শিত হয়েছে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, টাইপ ৯৯বি চীনের সীমান্ত নিরাপত্তা ও আক্রমণাত্মক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে এই ট্যাঙ্কের সম্ভাব্য মোতায়েন কৌশলগত গুরুত্বও বাড়িয়েছে।