ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫ | ৪ পৌষ ১৪৩২
Logo
logo

পশ্চিম তীরে ইসরাইলের নতুন ধ্বংসযজ্ঞ: নুর শামস শিবিরে ২৫টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

পশ্চিম তীরে ইসরাইলের নতুন ধ্বংসযজ্ঞ: নুর শামস শিবিরে ২৫টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা

অধিকৃত পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে ২৫টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। স্থানীয় সূত্রে সোমবার, ১৫ ডিসেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নুর শামস তুলকারেম গভর্নরেটের আওতায়, এবং সেই এলাকার গভর্নর আবদাল্লাহ কামিল এএফপি সংবাদ সংস্থাকে জানান, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট তাকে আনুষ্ঠানিকভাবে এই ধ্বংসযজ্ঞের খবর জানিয়েছে।

শিবিরের পাশে তুলকারেম শিবিরের জনপ্রতিনিধি কমিটির প্রধান ফয়সাল সালামা বলেন, “এই ভাঙচুর কার্যকর হলে অন্তত **১০০টি পরিবারের ঘরবাড়ি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।”

চলতি বছরের জানুয়ারিতে অধিকৃত পশ্চিম তীরে ‘অপারেশন আয়রন ওয়াল’ অভিযান শুরু করে ইসরাইল। দেশটির দাবি, উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী রুখতেই এই সামরিক অভিযান চালানো হচ্ছে।

তবে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যামূলক কৌশল এখন পশ্চিম তীরেও ব্যবহার করা হচ্ছে, যাতে দখল ও নিয়ন্ত্রণ জোরদার করা যায়।

পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, এটি প্রায় এক বছর ধরে চলা বৃহৎ অভিযানের অংশ। এ সময়ে তিনটি শরণার্থী শিবিরে প্রায় ১,৫০০ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে প্রায় ৩২ হাজার ফিলিস্তিনি।