এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বা নর্থ-ইস্টকে বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি আর বেশিদিন চুপ করে থাকবে না—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এ ধরনের বক্তব্য ভারতের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, গত এক বছর ধরে বাংলাদেশ থেকে বারবার এমন কথা শোনা যাচ্ছে যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো আলাদা করে বাংলাদেশের অংশ হওয়া উচিত। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ভারত একটা বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমন চিন্তা করতে পারে? এটা নিয়ে ভাবাও ভুল। তবে বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় সমস্যা আছে।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের এই মানসিকতাকে কোনোভাবেই উৎসাহ দেওয়া উচিত নয় এবং দেশটিকে অতিরিক্ত সহায়তা করাও ঠিক হবে না।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এমন আচরণ করতে থাকে, তাহলে আমরা চুপ করে বসে থাকব না।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শুধু হাসনাত আবদুল্লাহ নন, এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বও বাংলাদেশের ওপর নির্ভরশীল। তাই তাদের সাবধান থাকা উচিত।’
এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘ভারত যদি মনে করে হাসিনা ও ওসমান হাদির ঘাতকদের আশ্রয় দিয়ে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, তাহলে সেটা কোনো দিনই সম্ভব নয়।’