এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

অ্যাডিলেড ওভালে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে আবারও নিজের আধিপত্য দেখালেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটকে টেস্ট ক্রিকেটে রেকর্ড ১২তমবার আউট করে নতুন ইতিহাস গড়লেন এই ডানহাতি পেসার। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলেন জাসপ্রিত বুমরাহ ও মিচেল স্টার্ককে।
পাঁচ মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন কামিন্স। পিঠ ও হাড়ের স্ট্রেস ইনজুরি থেকে সেরে ওঠার পর সতর্কতামূলক কারণে তিনি অ্যাশেজের প্রথম দুই টেস্ট খেলেননি। সে সময় অধিনায়কত্ব করেন স্টিভ স্মিথ, যিনি দলকে ২-০ লিড এনে দেন।
ফিরেই প্রভাব, অ্যাডিলেডে কামিন্সের তাণ্ডব
অ্যাডিলেড টেস্টে ফিরেই বড় প্রভাব ফেলেন কামিন্স। অস্ট্রেলিয়া ৩৭১ রানে অলআউট হওয়ার পর নতুন বল হাতে নিয়ে তিনি দ্রুত ইংল্যান্ডের টপ অর্ডার নাড়িয়ে দেন। শুরুতেই আউট করেন জ্যাক ক্রাউলি, এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু।
এরপর এক ওভারেই দুই উইকেট নিয়ে ইংল্যান্ডকে আরও চাপে ফেলেন নাথান লায়ন। ৪২ রানে তিন উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তখন ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন জো রুট ও হ্যারি ব্রুক—তাদের জুটি ইংল্যান্ডের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু লাঞ্চের পরই আবার হানা দেন কামিন্স। ১৯ রান (৩১ বল) করে রুট আউট হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭১/৪, ম্যাচে আরও পিছিয়ে পড়ে তারা।
টেস্টে রুটকে সবচেয়ে বেশি আউট করা বোলার এখন কামিন্স
এই আউটের মাধ্যমে টেস্ট ক্রিকেটে জো রুটকে সবচেয়ে বেশি বার আউট করা বোলার হলেন প্যাট কামিন্স—সংখ্যা ১২। এর আগে বুমরাহ ও স্টার্ক দু’জনেই রুটকে ১১ বার করে আউট করেছিলেন। ডাবল ডিজিটে থাকা আরেক বোলার জশ হ্যাজলউড (১০)।
টেস্টে জো রুটকে সবচেয়ে বেশি আউট করা বোলাররা:
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) – ১২
জাসপ্রিত বুমরাহ (ভারত) – ১১
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ১১
জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) – ১০
রবীন্দ্র জাদেজা (ভারত) – ৯
জো রুট সর্বকালের সেরা, কিন্তু চিন্তা বাড়াচ্ছে—জাস্টিন ল্যাঙ্গার
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার জাস্টিন ল্যাঙ্গার বলেন, ইংল্যান্ডের ব্যাটাররা পা ঠিকমতো নাড়াচাড়া না করায় অস্ট্রেলিয়ার মানসম্মত বোলিংয়ের সামনে সমস্যায় পড়ছেন। তিনি রুটের আউট হওয়াকে ইংল্যান্ডের জন্য বড় দুশ্চিন্তা বলেও উল্লেখ করেন।
ল্যাঙ্গার বলেন, “অস্ট্রেলিয়ায় ভালো বোলিংয়ের বিপক্ষে খেলতে হলে পা নড়াতে হয়। জো রুট একজন মাস্টার, সর্বকালের সেরাদের একজন। অথচ কামিন্স তাকে টেস্টে ১২ বার আউট করেছে—ইংল্যান্ড শিবিরে থাকলে এটা আমাকে খুব ভাবাত।”