ঢাকা, শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ | ৫ পৌষ ১৪৩২
Logo
logo

বন্দি মুক্তির ঘোষণার মাঝেই ভুল মর্টার হামলার দায় স্বীকার, দ্বিমুখী চাপে ইসরায়েলি সেনাবাহিনী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

বন্দি মুক্তির ঘোষণার মাঝেই ভুল মর্টার হামলার দায় স্বীকার, দ্বিমুখী চাপে ইসরায়েলি সেনাবাহিনী

গাজা উপত্যকা থেকে আটক ১২ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে।
ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

বিবৃতিতে বলা হয়, মুক্তিপ্রাপ্ত বন্দিদের কেরেম আবু সালেম ক্রসিংয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)-র প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।

এই বন্দি মুক্তির খবরের মধ্যেই গাজায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক ভুল হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ছোড়া একটি মর্টার শেল ভুলবশত লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে, এতে অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই এই ভুল শেলিংয়ের কথা স্বীকার করেছে।

সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। কীভাবে মর্টার শেলটি লক্ষ্যচ্যুত হলো, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তবে গাজায় চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এ ধরনের প্রাণঘাতী যান্ত্রিক বা কৌশলগত ভুল সাধারণ মানুষের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে মুক্তিপ্রাপ্ত ১২ ফিলিস্তিনি বন্দির পরিচয় কিংবা তাদের আটকের পেছনের প্রেক্ষাপট সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।