এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আবারও কড়া ভাষায় ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সামরিক সংঘাত নিয়ে কথা বলেছেন। তাঁর দাবি, ওই সংঘাতে মোদির নেতৃত্বাধীন ভারত সরকারকে এমন শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলতে পারবে না। শেহবাজ শরিফের ভাষায়, দিল্লি থেকে মুম্বাই—পুরো ভারতই এই পরাজয়ের স্মৃতি ভুলতে পারবে না।
খাইবার পাখতুনখাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেখানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “কোনো জাদুবিদ্যার কারণে নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই পাকিস্তান দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেয়েছে।”
শেহবাজ শরিফ আরও জানান, পাকিস্তানের অর্থনীতি এখন সংকটময় অবস্থা কাটিয়ে ধীরে ধীরে স্থিতিশীলতার পথে ফিরছে। তবে এখানেই থেমে থাকলে চলবে না—একে আরও এগিয়ে নিতে হবে। জাতীয় উন্নয়নের জন্য তিনি দেশজুড়ে ঐক্যের ওপর জোর দেন। তাঁর কথায়, “চারটি প্রদেশই যখন একসঙ্গে উন্নয়ন করবে, তখনই পাকিস্তান সত্যিকার অর্থে এগোবে।”
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক সংঘাত ঘটে। জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত দাবি করে, হামলাকারীরা ছিল পাকিস্তানি নাগরিক। তবে ইসলামাবাদ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী এই সংঘাতে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ছিল তিনটি অত্যাধুনিক রাফাল ফাইটার জেট। এ ছাড়া একাধিক ড্রোন ধ্বংসের কথাও জানায় তারা। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের এই সংঘাতে শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।